মন ভাল নেই... গত রোববার সন্ধ্যায় ভূমিকম্পের সময় পঞ্চগড়ের একটি বেসরকারি হাসপাতালের সেবিকা কর্তব্য পালনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নাম আর্জিনা খাতুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের সিটি জেনারেল হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে সুলতানা বেগম নামের এক নারীর সিজারিয়ান অস্ত্রোপচার চলছিল। অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি ছেলেসন্তান জন্ম হয়। কিন্তু তখনো শিশুটির নাড়ি কাটা হয়নি।
এমন সময় শুরু হয় ভূমিকম্প। চিকিৎসক কমলাকান্ত বর্মণ, খ ম আরিফুর রহমানসহ অস্ত্রোপচার কক্ষের সবাই যখন জীবন বাঁচাতে হুড়মুড় করে দৌড়ে বাইরে চলে যান, তখনো সেবিকা শিশুটিকে কোলে নিয়ে সেখানে দাঁড়িয়েই সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকেন।
আর্জিনা খাতুন (২৮) বলেন, ‘শিশুটিকে ফেলে রেখে গেলে হয়তো মা ও শিশুর জীবন বিপন্ন হতে পারে—এই ভেবে এখানেই থেকে যাই। তা ছাড়া তখনো শিশুটির নাড়ি কাটা হয়নি। শিশুটিকে নিয়ে বেরও হতে পারছিলাম না।
মন স্থির করলাম, যা হওয়ার হবে, বাইরে যাব না। ভূমিকম্পে অস্ত্রোপচারের টেবিল থেকে যখন যন্ত্রপাতিগুলো মেঝেতে পড়ে যাচ্ছিল তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নাম নিচ্ছিলাম। ’
হাসপাতালের পরিচালক জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘চিকিৎসকসহ আমরা সবাই দৌড়ে বাইরে চলে এলেও ওই সেবিকা মা ও শিশুর জীবন রক্ষায় অস্ত্রোপচার কক্ষ থেকে বের হননি। এমন ঘটনায় সবাই কিন্তু আগে নিজের জীবন বাঁচাতে চান। ’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।