আমাদের কথা খুঁজে নিন

   

দোহারের গানঃ রুপসাগরে, গায়কঃ মন বাউল

দোহারের গানঃ রুপসাগরে, গায়কঃ মন বাউল তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না দেখেছি রুপসাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে সুজনের সঙ্গে হবে দেখাশুনা তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইলোনা। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে মরমে জলছে আগুন আর নিভেনা আমায় বললে বলুক লোকে মন্দ বিরহে আর প্রাণ বাঁচেনা। পথিক কয় ভেবো নারে ডুবে যাও রুপসাগরে বিরলে বসে করো যোগসাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিওনা তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেম আর পেলেম না। http://adf.ly/2o0TU এছাড়া আরও গান পেতে এবং গানের রিকুয়েস্ট করতে ক্লিক করুন নিচের লিঙ্ক এ Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।