আমাদের কথা খুঁজে নিন

   

VoIP কল: অনুমোদন পেতে পারে কি?

আমাদের কোম্পানির অদূরে একটি পেট্রোল পাম্প আছে সেখানে মানিকগঞ্জের একটি ছেলে থাকে। ছেলেটি বেশ ভদ্র এবং বিনয়ী। একদিন কথা প্রসঙ্গে জানতে চাইল, " আপনি তো অফিসে কাজ করেন, আপনার হাই-স্পীড নেট কানেকশন আছে। এমন কোন সিস্টেম খুঁজে বের করেন না যেখান থেকে ইন্টারনেট ফোন করা যায়। " তাকে বললাম, "বিডিতে আমার যেটুকু সময় কথা বলতে হয় তা আমি আমার মুঠো ফোন থেকেই করে থাকি" "আরে ভাই ঐটা তো ব্যয়বহুল, সবাই এখন মোবাইল থেকে ইন্টারনেট কল করে থাকে।

আমার সাথে আসেন নিজ চোখে দেখে আসবেন। " বিষয়টি যে আমি জানিনা তা নয়! অবৈধ ফোন কলে দেশ রাজস্ব বঞ্চিত হবে এমন ধারনা থেকেই আমি কখনোই আগ্রহী ছিলাম না। তবুও তার সাথে গেলাম। একটি কোম্পানির ভিতর বহু বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি কাজ করে। একটা কক্ষে ঢুকলাম, আমার সাথের ছেলেটি ফোনে কথা বলল।

তুলনা মূলক ভাবে মুঠোফোনের চেয়ে অর্ধেকেরও কম খরচে কথা বলা যায়। জানা গেল ভারতে VoIP কল রেট অত্যন্ত কম! বাংলাদেশী ১০০০ টাকার সম-মানের রিয়ালে তারা পায় ১২০০ মিনিট। পাকিস্তানিরা পায় ১০০০ মিনিট। আর বাংলাদেশীরা পায় মাত্র ৪০০-৪৫০ মিনিট! যতদূর জানি বাংলাদেশে VoIP কল এখনও অবৈধ আর এই অবৈধ ব্যবসা অনেকটা প্রকাশ্যেই হচ্ছে কতিপয় দুর্নীতি পরায়ণ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ম্যানেজ করেই। মাঝে মধ্যে RAB কিছু কিছু অবৈধ ব্যবসায়ীর আস্তানা খুঁজে পায়, তবে অধিকাংশরা-ই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে থাকে বলে থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।

ফলশ্রুতিতে আর্থিক ভাবে দেশ বঞ্চিত হচ্ছে জাতীয় রাজস্ব আদায় কম হচ্ছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এখনও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে শীর্ষ স্থানে রয়েছে। VoIP কল অনুমোদন পেলে প্রবাসীরা তাদের বৈদেশিক মুদ্রার কিছুটা সাশ্রয় করতে পারে। এ ছাড়াও প্রতিযোগিতার এই বাজারে VoIP ব্যবসা-বাণিজ্য, বৈদেশিক যোগাযোগে বৈপ্লবিক উন্নয়ন সাধন করতে পারে বলেই আমার বিশ্বাস। বিষয়টি ভেবে দেখার মত কেউ আছে কি!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।