সাহাদাত উদরাজী www.udrajirannaghor.wordpress.com
বাসায় ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট অনেক স্লো আজকাল! এমাসের টাকা দিতে গিয়ে ইন্টারনেট প্রোভাইডারকে জিজ্ঞেস করলাম কারন কি! টাকাতো ঠিক দিয়েই যাচ্ছি, কোথায় সমস্যা! আগের চেয়ে এত স্লো কেন? ছেলেটা যা জানাল তাতে টাস্কিত হয়ে গেলাম, এই স্লো নাকি সরকারের (সব আই এস পি প্রোভাইডারদেরকে নাকি এই নির্দেশ দেয়া হয়েছে) নিদেশেই! সরকার (সরকার বলতে বিটিসিএল বা অন্য কোন প্রতিষ্ঠান বুঝানো হয়েছে, কারা এটা জিজ্ঞেস করতে আর রুচিতে বাঁধে নাই) নাকি কারা VoIP কল করে তাদের ধরতে নেটের লাইন স্লো করে রেখেছে! আমি কিছুই বুঝতে পারছি না! মাথায় কিছু ধরে না আজকাল! যাই হোক, উপরওয়ালা আমাদের সহায়!
বর্তমানে চাকুরীর প্রয়োজনে আমাকে প্রতিদিন দুনিয়ার নানা দেশ থেকে মোবাইল কল রিসিভ করতে হচ্ছে। বিশেষ করে প্রতিদিন গোটা কম বেশী ৬০/১০০ টা কল তো হবেই, আর পুরা মিডলিষ্টের কল এতে বেশী, কিছু আছে ইউরোপ থেকে। আমি লক্ষ করে দেখেছি আমার কাছে আসা কল গুলোর বেশীর ভাগ আসছে এয়ারটেল, রবি এবং টেলিটকের নাম্বার থেকে (যারা ডাইরেক্ট কল করেন তাদের সেই নাম্বারই দেখা যায়, সেটা ভিন্ন কথা)। এয়ারটেল হয়ে ভায়া নাম্বার গুলোই বেশি মনে হয়! সাধারন জ্ঞানেই বুঝা যায়, উনারা (!) পুরাই ফয়দা লুটছে!
সরকার বাহাদুরকে জিজ্ঞেস করতে ইচ্ছা হয়, এই নেট বা VoIP কল গুলো কেন এই মোবাইল ফোনের সিম গুলো থেকে আসে! কেন এই মোবাইল কোম্পানী গুলোকে ধরা হচ্ছে না! ব্রডব্যান্ড স্লো করে কাকে ধরতে চান! বাংলাদেশ থেকে কি এখন বিদেশে কল হয়! না, আমার মনে হয় না! আমরাতো সবাই এখন 'মিসকল'ই দেই! হা হা হা।
আসল জায়গাতে হাত না দিয়ে নকল জায়গাতে কেন পড়ে আছেন? এখন মানুষ কিন্তু এত বোকা না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।