আমাদের কথা খুঁজে নিন

   

মেডিকাল মিথ -২, ভাজা খাবার খেলে কি ব্রণ হয়?

ব্রন উঠতি বয়সী ছেলেমেয়েদের জন্য বিশাল এক দুশ্চিন্তার ব্যাপার। অনেক প্রাপ্ত বয়স্ক মানুষেরও এই সমস্যা আছে। এই সমস্যা এড়াতে অনেকেই টোটকা দেন ভাজা পোড়া খাবার এড়িয়ে চললে ব্রণ হয়না। কতটুকু সত্য? একদমই সত্য নয় ব্রণ কেন হয়? আমাদের চামড়ার নিচে একধরনের সুক্ষ তেল গ্রন্থি আছে। চামড়া কে তৈলাক্ত অথবা লুব্রিকেটেড রাখতে এরা একধরনের তেল নিঃসরন করে যাকে বলা হয় "সেবাম"।

যখন এই সেবাম অনেক বেশী নিঃসরন হয় এবং তার সাথে মৃত চামড়া কোষ অনেক সময় এই গ্রন্থিগুলোর মুখ আটকে দেয়। ফলে অতিরিক্ত সেবাম জমে একটা ইনফেক্টেড অবস্থা তৈরি হয়, লাল হয়ে ফুলে উঠে জায়গাটা, আর ব্রনের সৃষ্টি হয়। এই অতিরিক্ত সেবাম সৃষ্টির পেছনে কারন কি? প্রধান কালপ্রিট হচ্ছে হরমোন। যে কারনে টিনেজার দের মধ্যে এটা বেশি দেখা যায়, কারন বয়ঃসন্ধির সময়টা তে শরীরে বিভিন্ন হরমোনের অতিরিক্ত কার্যকারীতা বহাল থাকে। অন্য ফ্যাক্টর গুলোর মধ্যে রয়েছে স্ট্রেস,হেরেডিটী, বা বংশানুবর্তীতা।

তবে আর যাই হোক ভাজা পোড়া খাবারের সাথে ব্রনের কোন সম্পর্ক নেই। ভাজা পোড়া খেলে আপনার অন্য আরো হরেক সমস্যা হতে পারে, কিন্তু ব্রণ সেগুলোর একটি নয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।