আমাদের কথা খুঁজে নিন

   

.............সুন্দর সূচনার করুণ পরিণতি.................

সে কখন থেকেই জানালার ধারে বসে আছে ফারহা । এক দৃষ্টে আকাশের দিকে তাকিয়ে । অশ্রু তার গাল ছুঁয়ে পড়ছে । . . . . . .তিন বছর আগের কথা । মাদ্রাসার মেধাবী ছাত্রী ফারহা ।

অসচ্ছল পরিবারের সন্তান । দেখতে যেমন সুশ্রী তেমনি মার্জিত আচরণের অধিকারী । যে কারও মন জয় করে নেয় । . . . . .মেয়ে বড় হয়েছে দেখে মা-বাবা মেয়ের বিয়ে নিয়ে অস্হির হয়ে উঠল । অবশেষে পাত্রও ঠিক করা হল ,শহরে চাকরি করে ।

বড় কথা হল ছেলে আর কেউ না মা এর আপন মামাতো বোনের ছেলে । তাদের মেয়েকে আদর যত্ন করে রাখবে । এই কারণে অনেক ভাল প্রস্তাবও তারা প্রত্যাখান করল । . . . তাদের পরস্পরের নানাভাবে দেখা করার সুযোগ হয়েছিল । ছেলেটিকে যতবার দেখেছিল ফারহা ততবারই মুগ্ধ হয়েছিল ,তার ব্যবহার চালচলন সব ।

সে নিজে নিজে ভেবেছিল "এইতো ! এইতো ! আমার রাজকুমার ,যার প্রতিক্ষায় ছিলাম এতদিন ! " . . . . .তারপর এক শুভ দিনে তাদের বিয়ে সম্পন্ন হয় । বিয়ের পরই তার জীবনে নেমে আসে অন্ধকার । কিছু দিন যেতে না যেতেই তার শ্বাশুরী তাকে মানসিকভাবে অত্যাচার করতে থাকে । যতই দিন যায় এই অত্যাচারের মাত্রা বাড়তে থাকে । সেই রাজকুমার যাকে দেখে সে মুগ্ধ হয়েছিল ,বুঝতে পারল সে রাজকুমার নয় ,রাজকুমাররূপী পিশাচ ।

তাদের একটি সন্তানও হয়েছিল । . . .তার শ্বাশুরী কোনোদিন তার মায়ের সাথে ভালভাবে কথা বলতেও দেয়নি ,বাপের বাড়ি যেতে দেয়নি । এমনকি তাদের পাশের যে বড় ভাসুরের ঘর সেখানেও যাওয়া হয়ে উঠেনি । এই তিন বছর সে ছিল গৃহবন্ধী । সূর্যের মুখ দেখেনি বললেও চলে ।

তিন বছর পেরিয়ে গেল ,অত্যাচার এখন শারীরিক পর্যায়ে গেছে । একদিন তাকে অমানুষিক নির্যাতন করা হয় । সে ওই অবস্হায় বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় । পথিমধ্যে আটকিয়ে তার ব্যাগ ও বাচ্ছা কেড়ে নেয় । সম্পূর্ণ নিঃস্ব অবস্হায় সে বাড়ি পৌঁছে ।

তার পিতা মাতা চান সে সব ভুলে গিয়ে ওই ঘরে ফিরে যাক । গরীব পিতার যে আর কিছুই করার নেই । কিন্তু ফারহা চায় না সে পিশাচের ঘরে ফের পা রাখতে । তার মন সারাক্ষন কাঁদে তার দুধের বাচ্ছাটির জন্য । কিন্তু তার দেহ আজও যে সে নির্যাতনের চিন্হ বহণ করছে ।

তারপরও হয়তো তাকে আবার বরণ করে নিতে হবে সেই অন্ধকারকে । , . . . . . . . . . . .এই সেই গ্রাম্য এক মেয়ের জীবনের সুন্দর সূচনার করুণ পরিণতি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.