আমাদের কথা খুঁজে নিন

   

সঙ্কুচিত হৃদপিন্ড

নজরুল ইসলাম (নবীণ) নজরুল ইসলাম (নবীন) বিষাদের অনবরত শোষণে হৃদপিন্ড সঙ্কুচিত অনুভূতিহীন- টুকরো টুকরো উষ্ণ রবির রক্তিম মোহনীয় স্পর্শ-আস্ফালন লাশের শীতলতার কাছে মলিন এবং শব্দগুলো- আষাঢ়ের গম্ভীরতায় আবিষ্ট আকাশে মেঘরাশির নিচে উড়ন্ত ক্ষিপ্ত চিলের পাখার ঝাঁপটায় সৃষ্ট বাতাসের শব্দ তরঙ্গের মতো বড্ড নীরব-বিষন্ন। হৃদয়ের তপ্ত গহ্বর থেকে মুক্ত অদম্য হৃদ-ছন্দ ধূসরতায় আচ্ছন্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।