আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে আসছে 'সাবস্ক্রাইব' বাটন..

মন ভাল নেই... সোশ্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুকে যোগ হচ্ছে একটি নতুন বাটন। ‘সাবস্ক্রাইব’ নামের এ বাটনটি টুইটারের ফলো বাটনটির মতো কাজ করবে। খবর ম্যাশএবল-এর। নতুন বাটন যোগ করা বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, ফেসবুকে অ্যাকাউন্ট ফলো করার জন্য সাবস্ক্রাইব বাটনটি যোগ করা হচ্ছে। এই বাটন ফেসবুক ব্যবহারকারীর অ্যাকাউন্ট চালানো এবং নিউজ ফিড দেখার ক্ষেত্রে আরো বেশি নিয়ন্ত্রণ এনে দেবে।

জানা গেছে, কোন অ্যাকাউন্ট ফলো করা হবে, কার নিউজফিড হোম পেজে দেখানো হবে সবই এ বাটনটির সাহায্যে নিয়ন্ত্রণ করা যাবে। ফেসবুকের ‘মেসেজ’ এবং ‘পোক’ বাটনের পাশেই এ বাটনটির অবস্থান হবে। বাটনটির সাহায্যে টুইটারের মতো কোনো অ্যাকাউন্ট সাবসক্রাইব করা যাবে এবং কোন বন্ধু তালিকায় কারা আপডেট দেখতে পাবে সেটির নিয়ন্ত্রণ এনে দেবে নতুন বাটনটি। অবশ্য, বাটনটির ব্যবহার করা না করা অ্যাকাউন্টধারীর ইচ্ছার ওপরেই ছেড়ে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এতে ‘অল আপডেট’ এবং ‘ওনলি ইমপর্টেন্ট’ অপশন থাকছে।

অপশনদুটির মাধ্যমে কোন কোন আপডেট অনুমোদন পাবে তা ঠিক করবেন ব্যবহারকারী নিজে। কতোজন পোস্ট সাবসক্রাইব করেছে বা কতোজনের পোস্ট সাবসক্রাইব করা হয়েছে সে তথ্য প্রোফাইলে জমা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.