আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইভেট বিশ্ববিদ্যালয় এ সন্ত্রাসবাদ

‘নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ক্রমশ সন্ত্রাসীদের উৎপত্তি স্থল হিসাবে গড়ে উঠছে’- উচ্চ আদালত সরকারকে এই অভিযোগ এর তদন্ত করার নির্দেশ দিয়েছে। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় এর ছাত্ররাই ব্লগার আসিফ মহিউদ্দিন এর উপর জানুয়ারী মাসে আক্রমন। কর্তৃপক্ষ এক মাস এর মধ্যেই তদন্ত রিপোর্ট জমা চেয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বিচারপতি মাহমুদুল হক সম্বলিত ভাবে এ, আদেশ জারি করেন। বিভিন্ন খবরের কাগজের সূত্র ধরে আদালত বলেছে যে, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীদের উৎপত্তি স্থল হিসাবে গড়ে উঠছে।

এখনও অপরাধীদের আটক করা হয়নি। কর্তৃপক্ষকে এই অভিযোগেরও তদন্ত করতে বলা হয়েছে। তারা কোনও পদক্ষেপ গ্রহন করেছে কিনা, সেই মর্মে আদালত তাদের ১২ মার্চ এর মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছে। স্বরাষ্ট্রসচিব, শিক্ষা সচিব,পুলিশ বিভাগের মহাপরিচালক,ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর কমিশনার,নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এবং প্রধান-উপাচার্য এই আদেশে তৎপর হয়েছেন কি? এ গ্রহন করা যায়না যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় তথা কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী আর fanatics লালন-পালন হবে। দেরী হয়ে যায়নি তবে এখনি পদক্ষেপ নিতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.