এবারের মিস ইউনিভার্স-২০১১ হয়েছেন মিস অ্যাঙ্গোলা লাইলা লোপেজ। বিজয়ীর মুকুট পরে২৫বছরের এ তন্বী বললেন ‘ব্ল্যাক ইজ বিউটিফুল। ’ বিশ্বের আরও ৮৮ সুন্দরীকে ম্লান করেখেতাব জিততে হয়েছে কৃষ্ণকলী লাইলাকে। সোমবার রাতে ব্রাজিলের সাও পাওলোর ক্রেডিকার্ড হলে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ এ প্রতিযোগিতার ৬০তম আসর বসে। গ্রান্ড ফিনালের জমকালো আসরে শীর্ষ ১৫ সুন্দরী একে-একে বিকিনি ও সান্ধ্যকালীন পোশাক পরে বিচারকদের সামনে আসেন।
নানা প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দিতে হয় তাদের। বিট্রেনে বিবিএ পড়-য়া এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স মিস মেক্সিকো হিমেনা নাভারেতি। এ আসরে প্রথম রানার আপ হন মিস ইউক্রেন ওরেসা স্টিফানকো এবং দ্বিতীয় রানার আপ মিস ব্রাজিল প্রিসিলা মাকাডো। রয়টার্স
আরো নতুন ছবি
More news here এবারের মিস ইউনিভার্স-২০১১ হয়েছেন মিস অ্যাঙ্গোলা লাইলা লোপেজ। বিজয়ীর মুকুট পরে২৫বছরের এ তন্বী বললেন ‘ব্ল্যাক ইজ বিউটিফুল।
’ বিশ্বের আরও ৮৮ সুন্দরীকে ম্লান করেখেতাব জিততে হয়েছে কৃষ্ণকলী লাইলাকে। সোমবার রাতে ব্রাজিলের সাও পাওলোর ক্রেডিকার্ড হলে বিশ্বের অন্যতম জাঁকজমকপূর্ণ এ প্রতিযোগিতার ৬০তম আসর বসে। গ্রান্ড ফিনালের জমকালো আসরে শীর্ষ ১৫ সুন্দরী একে-একে বিকিনি ও সান্ধ্যকালীন পোশাক পরে বিচারকদের সামনে আসেন। নানা প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তরও দিতে হয় তাদের। বিট্রেনে বিবিএ পড়-য়া এ সুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের মিস ইউনিভার্স মিস মেক্সিকো হিমেনা নাভারেতি।
এ আসরে প্রথম রানার আপ হন মিস ইউক্রেন ওরেসা স্টিফানকো এবং দ্বিতীয় রানার আপ মিস ব্রাজিল প্রিসিলা মাকাডো। রয়টার্স
আরো নতুন ছবি
More news here ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।