আমাদের কথা খুঁজে নিন

   

গানই জীবন, আর এই জ্ঞানই জীবন!

গানেই পাই প্রাণের খবর পৃথিবী যুদি সূর্যরে কেন্দ্র কইরা ঘুরে, তইলে ধরেন পৃথিবীর গানেরা ঘুরে আমার মাথারে কেন্দ্র কইরা। খালি গান আর গান। কত কত সুর! কত কত কথা! কত কত বাদ্য-বাজনা! কত কত শিল্পী! ওস্তাদ! যত ভাষা তত গান! আমরা এক জীবনে নিজের মাতৃভাষার গান-সমুদ্রের বালুকণাপরিমাণ গানও শুনতে পাই না, শোনার সুযোগ অবকাশ নেই বলে পারি না...অথচ গানে গানে লেখা থাকে মানুষের সমসাময়িক হৃদয়ের ইতিহাস! সমাজের ইতিহাস। সভ্যতার ইতিহাস। থুক্কু, ইতিহাস-টিতিহাস কিচ্ছু না। ভাই আমি স্বঘোষিত গানের গুণী। ফাঁক পেলেই গান শুনি। না পেলেও শুনি, ফোঁকড়ে... এবং আমার খায়েশ হইলো, আমার গান-বিষয়ক বুদবুদগুলো আপনাগো লগেও বিনিময় করা...কারণ আমি জানি, আমি আসলে কিছুই না, গানের কচুও জানি না, সব জানেন আপনারা,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।