আমাদের কথা খুঁজে নিন

   

তোশিবা নিয়ে আসছে পৃথিবীর প্রথম গ্লাসবিহীন থ্রিডি ল্যাপটপ

বিখ্যাত ল্যাপটপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান তোশিবা অচিরেই বাজারে নিয়ে আসছে বিশ্বের প্রথম গ্লাসবিহীন থ্রিডি ল্যাপটপ তোশিবা কোসমিও এফ৭৫৫ ৩ডি। এ বছরের সিইএস কম্পিউটার শোতে ল্যাপটপটি প্রথম উন্মুক্ত করা হয়েছিল। সম্প্রতি তোশিবা ল্যাপটপটির আরো কিছু ফিচার প্রকাশ করেছে। তোশিবা কোসমিও এফ৭৫৫ ৩ডি ল্যাপটপের মূল আকর্ষণ হচ্ছে এর অটো স্টেরিওস্কোপিক ডিসপ্লে টেকনোলজি যার মাধ্যমে গ্লাস ছাড়াই থ্রিডি কন্টেন্ট উপভোগ করা সম্ভব। এতে থাকছে ১৫.৬ ইঞ্চি ফুল হাই ডেফিনিশন লেন্টিকালার স্ক্রিন, ৬জিবি র‍্যাম, ৭৫০জিবি হার্ড ডিস্ক এবং ব্লু-রে ড্রাইভ। প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোর আই৭ এবং গ্রাফিক্স হিসেবে ব্যবহারকারীরা পাবেন এনভিডিয়া জিফোরস ৫৪০এম। বাড়তি আকর্ষণ হিসেবে ল্যাপটপটিতে থাকবে আই ট্র্যাকিং প্রযুক্তি সমৃদ্ধ একটি এইচডি ওয়েবক্যাম। ল্যাপটপটির দাম ধার্য করা হয়েছে $১৬৯৯.৯৯।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।