আমাদের কথা খুঁজে নিন

   

তোশিবা ও মাইক্রোসফটের উইন্ডোজ ট্যাব‘এনকোর’

আট ইঞ্চি মাপের উইন্ডোজ ট্যাব বাজারে আনার ঘোষণা দিয়েছে তোশিবা। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের আপডেট ৮.১ নির্ভর তোশিবার তৈরি এ ট্যাবলেটের নাম হবে ‘এনকোর’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধে ৬ সেপ্টেম্বর থেকে জার্মানির বার্লিনে শুরু হওয়া আইএফএ ট্রেড শো উপলক্ষে নতুন ট্যাব বাজারে আনার পরিকল্পনা করেছে তোশিবা। এর আগে চলতি বছরের জুন মাসে উইন্ডোজ ৮ নির্ভর আট ইঞ্চি মাপের ট্যাবলেট ‘আইকনিয়া ডব্লিউ ৩’ বাজারে এনেছে এসার।


তোশিবা জানিয়েছে, এনকোর ট্যাবে স্কাইপ সুবিধা বিল্ট ইন থাকবে। এ ছাড়াও ১২৮০ বাই ৮০০ রেজুলেশনের ডিসপ্লেতে উইন্ডোজ ব্যবহারের পূর্ণ অভিজ্ঞতা পাওয়া যাবে। এতে অফিস সফটওয়্যার ব্যবহারের সুযোগ থাকবে। ট্যাবলেটটির সামনে থাকবে দুই মেগাপিক্সেলের ক্যামেরা ও পেছনে থাকবে আট মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা। ৩৩০ মার্কিন ডলার দামে নভেম্বর মাস থেকে তোশিবার এনকোর ট্যাব বাজারে পাওয়া যাবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।