এলাকার শান্তি শৃংঙ্গলা অবনতি এবং শাহিন ও ইয়ার আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১০ সেপ্টেম্বর শনিবার বিকালে কালিহাতি উপজেলার ছাতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসী। এতে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলার ৮নং পাইকড়া ইউনিয়নের মেম্বার মো: আজাদ হোসেন, কালিহাতি উপজেলার ৭নং কালুহা গ্রামের মেম্বার কুদ্দুস আলী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মেম্বার আবু সাইদ, আওয়ামীলীগ নেতা আ. সামাদ, ছাতিহাটি ইউনিয়নের ছাত্রনেতা আব্দুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা ও গোপাল দিধি কে.পি. ইউনিয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বরকত আলী, সমাজ সেবক রফিকুল ইসলাম সহ হাজারো গ্রামবাসী এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন। এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি কামনা করে শাহিন ও ইয়ার আলীর উপর হামলাকারিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।