আমাদের কথা খুঁজে নিন

   

কালিহাতীর নগরবাড়ীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার



টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী নামক স্থানে বুধবার (৬ এপ্রিল) সকালে অজ্ঞাত মহিলার (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বুধবার সকালে প্রাতঃভ্রমণে আসা লোকজন কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী ব্রিজের ১০ মিটার দক্ষিণে ভূঞাপুর টাঙ্গাইল সড়কের ওপর বোরকা পড়া এক মহিলার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যান বিষয়টি কালিহাতী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত মহিলাটিকে কে বা কারা মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় নগরবাড়ী ব্রিজ থেকে ২০০ মিটার দক্ষিণ পশ্চিমে সড়কের নিচে নিয়ে হত্যা করে। আর ওই স্থানে ধস্তাধস্তির আলামত, পুরুষ মানুষের ব্যবহৃত জুতা, মহিলাটির ব্যবহৃত জুতা, ওড়না, ভ্যানেটি ব্যাগের ছেড়া হাতল, কিছু টাকা ও একটি মোবাইল সেট পাওয়া যায়। আর এসব আলামত থেকে তাদের ধারণা খুনিরা ওই স্থানে মহিলাটিকে হত্যা করে লাশটি ভূঞাপুর টাঙ্গাইল সড়কের ওপরে ফেলে রাখে। কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন উদ্বারকৃত মোবাইলের মাধ্যমে মহিলাটির পরিচয় ও খুনিদের সনাক্তের চেষ্টা চলছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।