নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই স্ট্যাটাস বাক্সে প্রশ্নটা লেখা, Whats in your mind?? যন্ত্রের মুনিব জানতে চায়, কি আসে হৃদয়ে(মন বা হৃদয় অভিধানে এক) বিজলীর মত, হঠাৎ করে ডুবে যায় মনের গহনে। সমুদ্রের তটে লাল কাঁকড়ার মত নি:শব্দে চিহ্ন ফেলে কোমল বালুতে শিশুর মত ডিগবাজী খেতে খেতে খিল খিল হাসে, উদাস বিকেলে পার্কের সিমেন্টের চেয়ারে বৃদ্ধদের মত কুঁজো হয়ে বিদায়ী তীর্থস্থান নিয়ে ভাবে স্ট্যাটাস বাক্সের তবুও জিজ্ঞাসা - Whats in your mind?? জানতে চায় পরিজন, বন্ধু বা অতিথির কথা। অন্যঘরে কাশছে যে মানুষ, বাড়ি ফিরছে না যে জন, নখে রঙ পরাচ্ছে যে জন অথবা খট খট কিবোর্ডের খাদ্য নিয়ে বেঁচে আছে যেসব পিয়ার বা বাডি, ঘরের ভেতরে অবনত পিঠে, আঙুলের চামড়ায় বৈদ্যুতিক চাবি ছুটছে তুরঙ্গম দ্রুতিতে। বহুদিন পর একত্রিত হয় অনেকে। সময় উদযাপন শেষে উঠে যায়। ভারী বর্ষণমুখর পথে একাকী এগিয়ে দিয়ে ফিরে আসতেই স্বচ্ছ বৃষ্টির ফোঁটায় আচ্ছন্ন হয়ে পড়ি। স্ট্যাটাস বাক্সে ফের প্রশ্ন লেখা - Whats in your mind? জানতে চাইল পাহাড় বা ফুল নিয়ে মনের তাস খেলা গাছের দ্বিখণ্ডিত হাড়ের ভিতর জিরোতে থাকা মূষ-বৃষ, হরিণ, দু একটা খরগোস। বিদেশী মেয়েটির সাদা জলে নেমে অবাধ সাঁতার, কায়াক, পানিতে ভেসে থাকা পাথর আর চ্যানেল ঘুরিয়ে ক্রমাগত দু:সংবাদ দেখা স্ট্যাটাস বাক্স ইংরেজিতে বিরক্ত করে - কি আছে তোমার মনে? নলকূপ বাসানোর সময় যেভাবে কাদা জল উঠে আসে, ভাবনার গভীর থেকে তেমনি কাচ-পাথর-পুঁতি-জলপ্রপাত-ছায়াপথ-অর্থনীতি। উপচে পড়া জল সেঁচতে সেঁচতে সংশোধন করি, প্রশ্নটা বরং হতে পারে কি নেই আমার মনে? --- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।