ব্যক্তিগত প্যাচাল পছন্দ না হলে বের হয়ে যান আমার ব্লগ থেকে। :) ব্লগ আর ফেচবুকে মারাত্মক হারে কামড়াকামড়ি হচ্ছে।
মেয়েরা বুক সামনে উচু করে খুলে রাখবে কেন???
ছেলেরা তাকাবে কেন???
প্রথম বিষয় মেয়েরা উন্মুক্ত ভাবে চলবে নাকি চলবে না!!!এক্ষেত্রে একটি কথা মানতে হবে,
মেয়ে যখন বাড়ির ভিতরে পোশাক পরবে তখন নিজের ইচ্ছামত পরবে। যখন সে বাইরে বের হবে তখন তাকে সমাজের অংশ হয়ে সামাজিকভাবে চলতে হবে।
নিশ্চয় কিছু মানুষজনের গুয়ায় আগুন লেগে গেছে কথাটা পরেই।
বলবেন,স্বাধীনটার কথা নারীদের। এখানে নারী,পুরুষ কথা না। সবার ক্ষেত্রেই কথাটা সঠিক। সমাজে চলতে হলে সামাজিকভাবেই চলতে হবে।
এখন কথা হল কার ক্ষেত্রে সমাজ কোনটা?
এক্ষেত্রে শুধু বলব নিজের চারপাশের সামাজিক পরিবেশ কি নিজেই বঝেন না?
আপনি কেন ফার্মগেটে দাড়িয়ে বিদেশের মত চুমু খান না?দুই হাতে প্রেমিকাকে জরিয়ে আহ উহ করেন না?
কিছু শুয়োরের বাচ্চা এসে লাফাবে,বলবে শালীনতা মানে বোরকা পরা।
কুত্তার বাচ্চাদের কি বলছি যে শালীনতা মানে বোরকা পরা। বোরকা আমিও পছন্দ করি না। সাধারনভাবেই শালীনতা রক্ষা করা যায়।
উপরের কোথাগুলো বললাম কারন স্বাধীনটার নাম করে খুললাম খাল্লাম পছন্দ করি না তাই।
তারপরও যারা বলবেন যে,নারী স্বাধীনতা এর নাম বলে বুক বাহির করে রাখাকে সমর্থন করেন তাদের কথা মানার পরও একটা কথা, ছেলেরা তাকালে সমস্যা কই?
মেয়েরা দেখালে স্বাধীনটা আর অধিকার।
কিন্তু ছেলেরা দেখার জিনিস দেখবে। মেয়েটা তো দেখার জন্যই বের করে রাখছে।
মেয়েরা যদি দেখানোর বৈধতা পায় তাহলে অবশ্যই ছেলেদের ও দেখার বৈধতা দেয়া দরকার।
অনেক আগেই একটা পোস্ট দিছলাম দেখে আসতে পারেন।
মেয়েরা দেখালে দোষ নাই কিন্তু আমরা,ছেলেরা দেখলেই দোষ(( (হাত জোর করি,আপুরা ও সুশীলরা দূরে থাকবেন)
কিছু কিছু বিশেষ প্রজাতি আছে এরা নিজের প্রেমিকা,বান্ধবী,পরিচিত ব্লগারদের সাথে নিতিবান,নারীবাদী,স্বাধীনচেতা প্রমান করার জন্য খুল্লাম খাল্লাম কে সমরথন করতেছে।
কি তদের কি মেরুদণ্ড বলে কিছু নাই???চুশিল নামের কীট সাজতে ভণ্ডামি করিস।
দেশের বাইরে অবস্থানকারী কিছু নারী পুরুষ খুব গলা ফাটাচ্ছেন,আপনারা তো নিজেরা স্যান্ডো গেঞ্জি পরিয়ে বউ রে বাইরে বের করেন,মেয়েরা যারা আছেন তারাও বের হন ওই সমাজের সাথে মিশে। ওদের সমাজের সাথে আমাদের শুধু পশাকের সাথে তুলনা করে আর শুধু পোশাকের স্বাধীনটার কথা বলে আমাদের অবস্তা আরও খারাপ করাবেন না। আপনাদের মাঝে আছে যারা ড্যান্সবারে গিয়ে লাফান তারাও হিপক্রেসি দেখাবেন না।
দেশি ধনীর খুল্লাম খাল্লাম দুলাল দুলালিরা তো উন্মুক্ত বক্ষ এর অধিকারের জন্য সংরাম করবেই তারা তো যখন যার সাথে শুয়ে পরে(সবাইকে না বিশেষ এক প্রজাতি কে বুঝাইছি তাই সকল ধনি এর সন্তান্রা আহত হবেন না)।
চাইলেই পায়। আজ একজন কাল একজন। এসব হলে তো আপনাদের সুবিধা ই। যা খুশি তাই করতে পারেন।
একটা বিষয় আমি দেখে অবাক যে,নারী বিদ্বেষী অশালীন অশালীন পেজের পিরুদ্ধে রুখে দাঁড়ান।
এমন পেজ লাইক এত ধিরে পরে কেন?অথচ ১২/১৩ হাজার লাইক পরে খুব দ্রুত যারা অশালীনতা পছন্দ করে না,সেই সব পেজে!!!
নারীদের,প্রেমিকার,পরিচিতের কাছে ভালো সাজতে,সুবিধা নিতে যেসব কুলাঙ্গার ভণ্ডামি করতে মাঠে নামছস তোদের মুখে থুথু। (যারা আসলেই নারীবাদী তাদের প্রতি না)
এক্ষেত্রে মাঠে নাস্তিক ভাইদের আর দেশি খুল্লাম খাল্লাম মেয়ে এবং তাদের বন্ধুদের খুব সক্রিয় দেখা যাচ্ছে। তাদের বলি,সমাজে থাকলে সমাজের মতই চলতে হবে। পরিবর্তন আনতে হলে সবক্ষেত্রে সামঞ্জস্য রেখে। শুধু পোশাকের স্বাধীনটা এর কথা বলে,অন্য ক্ষেত্রে পরিবর্তন না করে জগাখিচুড়ি তৈরি করে আসলেই লাভজনক কিছু পাওয়া যাবে না।
পরিবর্তন চাই সামগ্রিকভাবে,শুধু পোশাক খুললেই সব পরিবর্তন হবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।