প্রদীপ হালদার,জাতিস্মর। প্রত্যেক মানুষের ধারণা বিভিন্ন । যার যেমন ধারণা আছে , সে তেমন ধারণার কথা বলবে । যে বিষয়ের ধারণা আমার নেই , সেই বিষয়ের কোন কথা আমি বলতে পারবো না ।
একই সময়ে এবং একই বয়সে সকলের মধ্যে একই বিষয়ের ধারণা থাকে না ।
ধারণা থাকলেই হবে না , ঠিক সময়ে ঠিক জায়গায় প্রয়োগ করতে হবে । ধারণা আমরা কিভাবে গ্রহণ করি ? চোখ ,কান ,নাক , জিভ, চামড়ার মাধ্যমে আমরা ধারণা গ্রহণ করি । এই ধারণার ওপর ভর করে আমরা চলাফেরা করি ।
কেউ বলবে আত্মা আমাকে পরিচালনা করে । অস্বীকার করছি না ।
আমি বলছি বই পড়ে জেনেছি । তাহলে লিখিত শব্দ বা সাউণ্ড অনুযায়ী আমি চলতে চাইছি । আর সেজন্য আমরা স্কুলে যাই । বইগুলোর ধারণা আমরা গ্রহণ করি ,আর সেই সব কথা বলে তর্ক করি ।
একজন ব্যক্তি একই সময়ে ডাক্তার , ইঞ্জিনিয়র , পাইলট এর ধারণা গ্রহণ করতে পারে না ।
আমি বলছি আমরা শব্দের মাধ্যমে জানছি । নাটক , গল্প এক একটা ধারণা । ধারণাই মানুষকে পরিচালনা করে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।