মাটি শাহবাগ আন্দোলন : পোস্টমর্টেম অর প্রি মর্টেম : আন্দোলন কি এখনো জীবিত না কি মৃত ? সামু উত্তর : আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে লীগ উত্তর : আন্দোলনের আগুন জলছে বুকে, এই আগুনে জালায়ে দিব সাহ্ধীনতা বিরোধী অপশক্তি কে জামাতি উত্তর : নাস্তিক দের বিরিয়ানি খাওয়ায়া আর কনসার্ট করায়ে কয়দিন রাখা যায়? আন্দোলন এখন মৃত । আন্দোলনের এই অবস্থার জন্য দায়ী কে ? আমার মনে হয় আন্দোলনের শুরু টা ছিল সতস্ফুর্ত নদীর মতো যে সামনে যা আসে ভাসায়ে নিয়ে যায় । কাদের মোল্লার ভি সাইন মানুষকে বিক্ষুব্ধ করে তুলেছিল, সবাই বাধ ভাঙ্গা জোয়ারের মতো বের হয়ে এসেছিল - মনে আছে রায়ের আগের দিন জামাতিদের শো ডাউন এর কথা ? আর রায়ের পরে বিক্ষুব্ধ মানুষের ক্ষোভ দেখে জামাত তো জামাত , খোদ সরকার, বি এন পি সবাই কেঁপে গিয়েছিল । পরে আসতে আসতে সরকার সেই বাধ ভাঙ্গা নদীতে বাধ দিতে চাইল এবং আস্তে আস্তে এখন ইটা দলীয় প্লাটফর্মের মতো হয়ে গেছে - যেমন এর আগেরবার আওয়ামীলীগ বানিয়েছিল জনতার মঞ্চ । এখানে আরেকটা বড় ক্ষতি হয়েছে যেটা হলো পরের বার এরকম ভাবে মানুষ বের হয়ে আসার আগে ২ বার চিন্তা করবে , এরকম আন্দোলন আরেকটা করা আরেকটু কঠিন হবে । তবে বিপ্লব তো গ্রামার মেনে হয় না, যখন হবে তখন জামাত তো জামাত, বিএনপি, আওয়ামীলীগ এর সমস্ত হারামিদের সহকারে উড়ায়ে নিয়ে যাবে । ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।