আমাদের কথা খুঁজে নিন

   

অদ্ভুতূড়ে উদ্বোধন!!!!!

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন খেলা থামিয়ে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান! কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রস্তুতিমূলক আসর বিসিবি কাপের প্রথম দিনে ঘটেছে এমন বিস্ময়কর ঘটনাই। সকাল ৯টায় জাতীয় দল ও জিপি-বিসিবি একাডেমী দলের ম্যাচ শুরুর আগে হওয়ার কথা উদ্বোধনী অনুষ্ঠান। কিন্তু প্রধান অতিথি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনাম পেঁৗছাতে দেরি করায় বিলম্বিত উদ্বোধনী অনুষ্ঠান হলো টস হেরে ব্যাটিংয়ে নামা একাডেমীর ইনিংসের ১৫.১ ওভারের পর।

সোহরাওয়ার্দী শুভর বলে আলাউদ্দিন বাবুর বিদায়ে একাডেমী ৬১ রানে ৭ উইকেট হারানো দলে পরিণত হওয়ার পরপরই জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে মাঠ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ডেকে আনা হয়। যদিও মাহবুব দাবি করছেন, 'আমাকে আগে কিছুই জানানো হয়নি। আমি কাল (গত পরশু) ঢাকায়ই ছিলাম না। এমন একটা টুর্নামেন্টের কথা জানিয়ে বিসিবির পরিচালকদের একটা ই-মেইল করা হয়েছিল। সে জন্যই মাঠে এসেছিলাম ম্যাচ দেখতে।

' অবশ্য টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবদুল হাফিজ জোয়ার্দার আবার বলছেন অন্য রকম, 'আমি নিজে মাহবুবকে ফোন করে জানিয়েছিলাম। সকালে বাসা থেকে রওনা দেওয়ার সময়ও ওর সঙ্গে আমার কথা হয়েছে। এসব ক্ষেত্রে ও খুবই নিয়মানুবর্তী। কিন্তু ক্যান্টনমেন্টের ট্রাফিক জ্যামে পড়েই ওর দেরি হয়ে যায়। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।