deceive, deceive me once again
▥ যাদের মাথায় টাক তাদের জন্য বিশেষভাবে এই ব্রাশটি তৈরি করা হয়েছিল - যা একই সাথে মাথার চুলহীন অংশ ঘষে মেজে চকচকে করে দিতো এবং যে অংশে চুল রয়েছে তা আঁচড়ে দিতো !
▥ সহজে বাচ্চা বহন করার জন্য নির্মিত বিশেষ ধরনের একটি ব্যাগ। ছবির দম্পতি বাচ্চাকে ব্যাগটিতে রেখে স্কেটিং করছিলেন।
▥ চেইন স্মোকারদের জন্য তৈরী করা হয়েছিল এ সিগারেট হোল্ডারটি !!
▥ বৃষ্টি, তুষারপাত প্রভৃতি থেকে মুখমন্ডল বাঁচানোর কাজে ব্যবহৃত হতো এ ধরণের কভার।
▥ হেয়ার ড্রায়ার !!
▥ যেকোন বিষাক্ত গ্যাস যাতে ঘোড়াকে আঘাত করতে না পারে তার জন্য নির্মিত মুখোশ।
▥ বিছানায় শুয়েও যাতে নির্বিঘ্নে পিয়ানো বাজানো যায় তার জন্য এ বিশেষ ব্যবস্থা।
▥ পথে কোন দূর্ঘটনা ঘটলেও পথচারী যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য গাড়ীর সামনের দু’টি চাকার সাথে লাগানো হয়েছিল এক ধরণের জাল।
▥ এগুলো সাঁতার কাটার সময় ব্যবহৃত লাইফ জ্যাকেট।
▥ বিশেষভাবে নির্মিত রিভলবার ক্যামেরা। ট্রিগারে চাপ দিলে গুলি করার পাশাপাশি ছবিও উঠে যেতো।
▥ টুপিতে সংযুক্ত রেডিও !
▥ শোয়াবস্থাতেও আরাম করে বই পড়ার জন্য তৈরী করা হয়েছিল বিশেষ ধরণের এই চশমা !
▥ উভচর দ্বি-চক্রযান, যেটিতে স্থল ও জল দু’ জায়গাতেই চালানো যেত !!
▥ এক চাকার মোটরসাইকেল !
▥ মোটর বিশিষ্ট সার্ফবোর্ড।
▥ বাচ্চাদেরকে হাঁটাচলা শেখানোর জন্য তৈরী করা হয় এ যন্ত্রটি।
▥ হ্যাংওভার কাঁটিয়ে ওঠার জন্য এ মাস্ক ব্যাবহার করা হতো।
▥ বিশেষ ধরণের এ যানবাহনটিতে চলাচলের পাশাপাশি সেলাই করার ও ব্যাবস্থা ছিল !!
▥ ছোট্ট একটি টেলিভিশন, যেটি চশমার মতো করে পরে দেখতে হতো।
▥ জরুরী প্রয়োজনে ব্যবহারের জন্য তৈরী করা হয়েছিল এ বহনযোগ্য সেতুটি।
▥ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে এ জ্যাকেটটির ভিতরে তাপ প্রবাহিত করা যেত।
মূলত শীতকালে পুলিশদেরকে ঠান্ডার প্রকোপ থেকে বাঁচাতে এ বিশেষ ব্যবস্থা নেয়া হয়।
▥ এবড়ো-থেবড়ো রাস্তায় চলনপোযোগী গাড়ীটির চাকা ভূখন্ডে সাবলীল ভাবে চলার জন্য ৬৫ ডিগ্রী পর্যন্ত বাঁকাতে পারতো !!
সবার ঈদ অনেক অনেক আনন্দে কাঁটুক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।