আমাদের কথা খুঁজে নিন

   

আমি যৌতুককে "না" বলেছি, আপনি??

আমাদের সমাজে যৌতুকের জন্য অনেক পরিবারই ভেংগে গেছে। যৌতুক নিয়ে কৌতুকও হয়েছে বেশ। অনেক নারীই যৌতুকের বলি হয়েছেন। মাথায় বুদ্ধি হওয়ার পর থেকেই বিয়ের সময় যৌতুক না নেয়ার প্রতিজ্ঞা করেছিলাম। যে কথা সেই কাজ,গত সপ্তাহে পাত্রী দেখে মা, খালারা পছন্দ করলো।

পাত্রীর মামা আলোচনার এক পর্যায়ে দেনা পাওনা বিষয়ক কিছু বলে উঠলেন। আমার মামা জোড়ে হেসে উঠলেন বললেন ভাইগ্না আমার যৌতুক বিরোধী। কার কাছে কি?? মেয়ের মামা কিছুটা লজ্জা পেলেন। সবচেয়ে বড় কথা হলো আমার পরিবার যেমন একটা মেয়ে খুজতেছিলো মাসআল্লাহ তেমন মেয়েই ছেলের বউ হিসেবে পেয়েছে। আর কি চাই?? আমি সন্তুষ্ট যে যৌতুককে ঘৃনা করেছি এবং সেটা এবয়েড করতে পেরেছি পরিবারের সহয়তায়।

আমার দুটি বোনকেও বিয়ে দিয়েছি যৌতুকবীহিন। ধন্যবাদ আমার পরিবার সকল সদস্যদের ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.