আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুককে না বলুন



বিষয়বস্তু বা প্রসঙ্গের পরিপন্থী না হলে "যৌতুক" বলতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রদত্ত যে কোন সম্পত্তি বা মূল্যবান জামানত কে বুঝাবে, যা * বিয়ের এক পক্ষ অপর পক্ষকে, বা * বিয়ের কোন এক পক্ষের পিতা মাতা বা অন্য কোন ব্যক্তি কর্তৃক বিয়ের যে কোন পক্ষকে বা অন্য কোন ব্যক্তিকে বিয়ের মজলিশে বা বিয়ের পূর্বে বা পরে, বিয়ের পণরূপে প্রদান করে বা করতে অঙ্গীকারাবদ্ধ হয়। *যৌতুক বলতে মুসলিম বিয়ে আইন (শরিয়ত) মোতাবেক ব্যবস্থিত দেনমোহর বা মোহরানা বুঝাবে না] * অনধিক ৫০০ টাকার কোন জিনিষ পণ হিষাবে নয় উপঢৌকনরূপে প্রদান করলে যৌতুক হিষাবে গণ্য হবে না। *****কোন ব্যক্তি যৌতুক প্রদান বা গ্রহণ করলে বা যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করলে বা দাবি করলে সে সর্বাধিক ৫ বছর এবং ১ বছরের নিচে নয় মেয়াদের কারাদন্ড বা জরিমানায় বা উভয়দন্ডে দন্ডনীয় হবে। *যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তিপত্র বাতিল বলে গণ্য হবে। * অপরাধ সংঘটনের ১ বছরের মধ্যে আদালতে অভিযোগ করতে হবে। -যৌতুক নিরোধ আইন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.