আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্দহন ও অসীম পথচলা

An Engineer needs not to be a perfectionist or a fastidious intellect. An Engineer needs to be someone who can keep pursuing the goal with whatever resources available at a particular moment. আজ দুঃস্বপ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়ায় ক্ষুধার্ত নেকড়ের মত, তাদের হিংস্র চোখের চাউনি ধারালো নখের থাবা, আর শ্বদন্তের আচড় ছিড়ে খুবলে ফেলায় তাই ঘুমে চোখ বুজে আসলেও আমি জেগে থাকি, নিঃসঙ্গ রাত কে সঙ্গী করে, হেটে বেড়াই, যখন ঘুমিয়ে পড়ে সবাই এ শহরে... পালিয়ে বেড়াই আমি, পৃথিবীর প্রান্ত হতে প্রান্তরে সুখের খোজে, স্মৃতিগুলোকে ঘষে উপড়ে ফেলতে আমি পালিয়ে বেড়াই, লুকাতে নিজেকে নিজের থেকে নিজের ছায়া, অথবা প্রতিবিম্ব থেকে কেউ পালাতে পারেনা আমিও না, আমি অতি ক্ষুদ্র, সাধারণ কেউ দৈবশক্তিহীন, রক্তাক্ত আত্নার অধিকারী আমি বিধাতা নই, নিজেকে ক্ষমা করার অধিকার আমার নেই আমি নরকের কারারক্ষী নই, নিজেকে অন্তর্দহন থেকে বাচানোর উপায় আমার জানা নেই অন্তর্দ্বর্ন্দ নিয়ে প্রতিনিয়ত আমি বেচে থাকি, যুদ্ধ করি, আমি প্রতিদিন নিজেকে বার বার ভাঙ্গি আর বার বার গড়ি... আমি মাঝে মাঝে তাকিয়ে থাকি ওই নিঃসঙ্গ চাঁদের দিকে প্রশ্ন করি নিজেকে, তাকাতে চেস্টা করি ফেলে আসা অতীতের পানে আর দেখি আমি অজস্র ভূল; কাটাময় রক্ত আর অশ্রুতে ভেসে যাওয়া পথ পাড়ি দিয়ে আজ আমি এখানে , এখনো দাঁড়িয়ে আছি আমি ভিতরে হয়তবা শুকিয়ে মরুভূমি হয়ে গিয়েছে, তৃষ্ণার্ত সে হাজার বছর ধরে তবুও বেচে আছি, হয়ত হেরে গিয়েছি জীবনের কাছে কিন্তু নিজের কাছে এখনো হার স্বীকার করিনি.. আমি জেগে থাকি রাতের পর রাত, ক্লান্তিতে দুচোখ বুজে আসে, অচেতন হয়ে যাই আমি, তারপর আবার জেগে উঠি, নতুন প্রভাতে আমি প্রতিদিন আপন করে নেই আমার জীবনের শেষ দিন ভেবে আমি প্রচন্ড কস্টের মাঝেও নিজের মুখে হাসি ঝুলিয়ে রাখি, আমি অন্যের স্বপ্নগুলো পূরণ করার মাঝে নিজের না পূরণ করা স্বপ্নগুলোর আস্বাদ খুজি, আমি প্রতিদিন নিজেকে বার বার ভাঙ্গি আর বার বার গড়ি... আমি অকারনে হাসি, অশ্রু চেপে রাখি, আমি পাব না জানি , তবু ভালবেসে যেতে থাকি, ক্লান্তি নেমে আসা দেহ নিয়ে আমি পাড়ি দিতে থাকি আমার অসীম কাটাভরা পথকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।