আমাদের কথা খুঁজে নিন

   

আমার অন্তর্দহন।

অনেক জটিলতার মাঝে একটু প্রশান্তির আশায় ছুটে চলা।

নিঃশব্দ নিশাচর পথিক আমি বসে থাকি স্বপ্নহীন একা, পথ চলা থামিয়ে দিয়ে। আমার সঙ্গী কেউ হবে না, সঙ্গে কেউ আসে না, সীমাহীন একা পথে শুধু আমার একলা চলা। অনন্ত অন্ধকারে-চাঁদহীন একা পথে না হেঁটে বসে থাকি, কেউ আমার এলো বুঝি ............ এ আশায় আছি বসে। নেই কেউ বসতে পাশে, বলতে দুটি কথা, কেউ নেই দুঃখে আমার দিতে কিছু সুখের বাণী, শুধু শুধু অপেক্ষাতে রাত যেয়ে গভীর হলো, নিশাচরও ঘুমোতে গেলো, ..... শুধু জেগে আমি একা- সীমাহীন এ অন্ধকারে। -তানভির অভি (অরক্‌স), ২২,২৩/০৭/২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।