আজকের এই পৃথিবীর লীন হয়ে যাওয়া কোন প্রান্তরে আগামীর স্বপ্ন নিয়ে নতুনেরা আসবে হয়তো কোন দানবের ভয় মাঝে মাঝে উকি দেয় সারথীরা এইপথে যাবে এগিয়ে তবুও তারা আরো সামনে নবীনের পতাকায় চাঁদ তারায় আলোকিত আকাশে মুক্ত বলাকা বেশে উড়ে যায় উর্ধ্ব পানে মুক্তির নেশায় ছূটে চলে শুধুই সম্মুখে জামানার বীর হয়ে তাই তারা হিম্মতে সব বাধা ভয় দমিয়ে দেয় সব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।