কূটনীতির খেলা আর রাজনীতির খেলা বড় জটিল। বিশ্ব আজ এই দুই জটিল খেলার মোহজালে জরাগ্রস্ত। সত্যের যেন এখানে ঠাই নেই। মানবতা এখানে কেদে মরে। আর ক্ষমতা ও শক্তির জোর এখানে মুখ্য।
ফলে যে যাই বলুক না আসলে বর্তমান সভ্যতা কলঙ্কিত। অধিকার প্রত্যেকের কাম্য। কিন্তু তোমার বেলায় অধিকারের মূল্য নেই বস্তা পচা জিনিস তবে নিজের বেলায় ষোলআনা আদায় হওয়া চাই। বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় ইরান ও যুক্তরাষ্ট্র এবং তার সহচরদের জটিল লড়াই। ইইউ ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
ইরানও তার কঠিন কঠোর ও দৃঢ় অবস্থান থেকে একচুলও না নড়ে বরঞ্চ বিশ্ব বেহায়াদের বিরুদ্ধে সমানতালে লড়ে যাচ্ছে। ইরান পাল্টা বলেছে- তোমরা আমাদের ওপর কি নিষেধাজ্ঞা দেবে আমরাই তোমাদের কাছে তেল বিক্রি করব না। শুধু একথা বলেই ক্ষ্যান্ত হয়নি –আরো নতুন খবর দিয়েছে ওদের ষড়যন্ত্রের জবাবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।