যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। প্রথমেই বলে রাখি, আমি নিশ্চিত হয়ে কিছু বলছি না। আমি এইমাত্রই জানতে পারলাম , হুমায়ূন আহমেদ সিগময়েড কোলন ক্যান্সারে আক্রান্তও!!!! প্লিজ, আমাকে দোষ দিবেন না যদি খবরটা মিথ্যা হয়। আমিও প্রাণপণে চাইছি খবরটা যাতে মিথ্যা হয় কারন আমি ঠিক নিজের কানকে বিশ্বাস করার অবস্থায় নেই।
আমি যতদূর জানতে পেরেছি , উনার ক্যান্সারটা এখন ৪র্থ স্টেজ এ আছে। তার মানে ক্যান্সারটা মেটাস্ট্যাসিস করেছে আরও বিভিন্ন অর্গানে। ছড়িয়ে পড়েছে লিভার সহ আরও বিভিন্ন জায়গায়। চিকিৎসার জন্যে অতি দ্রুত তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে হয়তো।
আমি এটি শুনেছি আমার এক বড় ভাইয়া এর কাছ থেকে মাত্রই।
তিনি একজন ডাক্তার এবং তিনি নাকি রিপোর্ট দেখেছেন। আমি সত্য মিথ্যা যাচাই করার কেউ না, যা শুনলাম সেটাই বললাম। আমিও নিশ্চিত খবরটাই জানতে চাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।