আমাদের কথা খুঁজে নিন

   

মানুেষর জীবন

এদেশে কালে - কালে , যুগে - যুগে পৃথিবীর অনেক মানুষ । অনেক জাত - বেজাত , অনেক ধর্ম - বেধর্ম , সাদা - কালো রং - বেরং এর মানুষের দ্বারা শাষিত ও শোষিত হয়েছে । তারা সবাই এই বাংলার মাটির বুকে স্মৃতি চিহ্ন রেখে গিয়েছে । তাই তো বাংলার মানুষ এক মনের , এক বর্ণের নয় । তাইতো এদেশে এতো মারামারি হানাহানি এতো হিংসা , বিদ্বেষ , খুন - রাহাজানি এবং নারী ধর্ষণ ও এসিড নিক্ষেপের মতো জঘন্য কাজ ঘটে থাকে । এটার জন্ম যেমন একদিনে হয়নি , তেমন এর সমাধানও একদিনে সম্ভব নয় । এর জন্য দ্বায়ী কে? এই সমাজ এবং আমরা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।