আমাদের কথা খুঁজে নিন

   

মানুেষর বিবর্তন ঃ ইথিওপিয়ায় মিসিং লিংক

বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার

বহুদিন ধরেই বিবর্তনবাদ বিরোদীদের বড় যুক্তি ছিল মধ্যবর্তী সময়ের ফসিলের কোন সন্ধান না পাওয়া। তাদের মুখে চুনকালি দিয়ে শেষ পর্যন্ত ফসিলগুলো পাওয়া গেল ইথিওপিয়াতে। চার মিলিওন বছরের পুরানো দেহাবশেষ গুলোকে বলা হচ্ছে প্রথম শক্ত প্রমাণ যা মানুষের বিবর্তনের মধ্যবর্তী দুটি গুরুত্বপূর্ন পর্যায়ের মাঝে সেতু বন্ধন প্রতিষ্ঠিত করবে। "এই প্রথম আমরা কোন ফসিল পেলাম যা আমাদের মানব বিবর্তনের প্রথম পর্যায় আর দ্্বিতীয় পর্যায়ের মাঝে সংযোগ ঘটাতে সাহায্য করবে।" বললেন নৃতত্ত্ববিদ বেরহান আসফাও । তিনি বেশ দৃঢ়তার সাথেই যোগ করলেন, "এই ফসিলগুলো হল মানব বিবর্তনের সোজা-সাপটা প্রমান" উল্লেখ্য ইথিওপিয়ার আফার অঞ্চলে যে আটটি দেহাবশেষ পাওয়া গেছে তারা [ইটালিক]Australopithecus anamensis[/ইটালিক] স্পিসিস এর অন্তর্গত। মনে করা হয় [ইটালিক]Australopithecus[/ইটালিক] জেনাসের একটি অংশ মানুষের প্রত্যক্ষ পূর্বসুরি । আসফাও এর মতে ফসিল গুলো অ্যানাটমিকালি [ইটালিক]Ardipithecus ramidus [/ইটালিক] এবং [ইটালিক]Australopithecus afarensis[/ইটালিক] এর মধ্যবতর্ী। এ বিষয়ে [link|http://dsc.discovery.com/news/afp/20060410/fossilhuman_arc.html|wWmKvfvix P

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।