আমাদের কথা খুঁজে নিন

   

ফোর্সড এডাপসন অস্টেলিয়া -forced adoption australia।

বিষয় টি ঘটেছিল ১৯৫০ থেকে ১৯৭০ সালের মধ্যবর্তী সময়ে অস্টেলিয়াতে। কোন মেয়ে যদি বিবাহ ছাড়া সন্তান ধারন করতো বা বাচ্চা জন্ম দিত তাহলে বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে সরকার তার কাছ থেকে জোরপূর্বক ( সেই মা এর কোন রকম ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে ) বাচ্চা কে ছিনিয়ে নিয়ে অন্য কোথাও দত্তক দিত অথবা এতিমখানায় পাঠায় দিত। এ সব তরুণী মা দের কে কখনো বাচ্চা দেখতে ও দেওয়া হত না। সেই সব বাচ্চাদের রেকর্ড কখনো প্রকাশ করা হয়নি। ফলে ওই সব বাচ্চাদের আসল আইডেন্টিটি সব সময় গোপন থাকতো।

সঠিক পরিসংখ্যান নাই। ধারনা করা হয় ১৫০,০০০ বাচ্চা এভাবে দত্তক দেওয়া হয়। উল্লেখ্য যে ওই সময় আস্টেলিয়াতে এবরশন ইলিগাল ছিল। এতদিন পর এসে বর্তমান অস্টেলিয়ান প্রধান মন্ত্রি জুলিয়া গিলার্ড আজ সেই সব মা এবং বাচ্চা দের কাছে পার্লামেন্ট হাউসে দাড়িয়ে অফিশিয়ালি ক্ষমা প্রার্থনা করবে। এর আগে ২০১০ থেকে পর্যায়ক্রমে নর্দান টেরেটরি বাদে সব ষ্টেট এর সরকার এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করেছে ।

এখন কেন্দ্রিও সরকারের পালা ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.