চলো এগিয়ে যাই এবার তুর্কি হ্যাকারদের কবলে পড়েছে বিখ্যাত সংবাদমাধ্যম ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’, টিভি চ্যানেল ‘ন্যাশনাল জিওগ্রাফিক’, মোবাইল কোম্পনি ‘ভোডাফোন’সহ মোট সাতটি নামকরা প্রতিষ্ঠানের ওয়েবসাইট। তবে বিকল্প ইউআরএল এবং আইপি অ্যাড্রেস দিয়ে সাইটগুলো এখন সচল রাখা হয়েছে। খুব শিগগির এগুলো মূল আইপি আ্যড্রেসে ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এদিকে ‘তুর্রগুভেনলিজি’ নামে পরিচিত হ্যাকার গ্রুপের সংঘবদ্ধ এ হ্যাকিংকে স্রেফ ফান হিসেবে উল্লেখ করেছে।
অনলাইন দুনিয়ায় নিজেদের নাম ছড়াতেই এমনটি করা হয়েছে বলে জানিয়েছে হ্যাকার গ্রুপটি।
জানিয়েছে, আইপি অ্যাড্রেসে কর্তৃত্ব প্রকাশ করাই ছিল এ হ্যাকিংয়ের মূখ্য উদ্দেশ্য।
অপরদিকে হ্যাকিংয়ের মাধ্যমে তথ্যগত কোনো ক্ষতির কারণ হয়নি বলে নিশ্চিত করেছে ওয়েব নিরাপত্তা বিশ্লেষকরা। কেবল সাইটগুলোর ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) পরিবর্তন করে সাইটের রুট বদলে দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।
জানা গেছে, রোববার এই সাইটগুলো হ্যাক করা হয়। এ সময় সাইটগুলোর প্রতিটি হোম পেজে ‘তুর্রগুভেনলিজি’ শব্দটি লিখে সাইট হ্যাকিংয়ের ঘোষণা দেয় হ্যাকাররা।
এরপর এ সাইটগুলো ভিজিট করতে গেলেই সাইটগুলোর ইউআরএল নাম ভুল অনুবাদ হয়ে হ্যাকারদের তৈরি করা সাইটে চলে যেতে থাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।