আমাদের কথা খুঁজে নিন

   

Credit card / master card এর ATM booth যত্রতত্র স্থাপনা চলছে । এ টি এম বুথ বানানোর প্রতিযোগিতা বন্ধ করা হোক।

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... যেনদেন ভাবে একটা প্রতিযোগিতা তৈরী হয়েছে ব্যাংক গুলোর মধ্যে । ব্যাংকগুলোর মধ্যে এই প্রতিযোগিতা ব্যাংক ব্যাবস্থাপনায় ব্যায় বেড়ে যাচ্ছে। কিন্তু মার্চেন্ট কির্টস এর ব্যাবহার করতে নিরুতসাহীত করা হচ্ছে অনেক বড় বড় ডিপার্টমেন্টাল ষ্টোরগুলোকে। এ টি এম বুথের পরিবর্তে যদি সব দোকান বা ডিপার্টমেন্টাল ষ্টোরে মার্চেন্ট কিটর্স দেয়া যেত তাহলে অনেক ভালো হতো। এ টি এম বুথ পরিচালনা ব্যায় যদি সরাসরী ভোক্তা সাধারন কে দেয়া যেত বা ভ্যাট বা কমিশন কমিয়ে আনা যেতে পারে।

মানূষ কে সরাসরী কেনাকাটায় Credit card / master card ব্যাবহার করার জন্যে উতসাহিত করা উচিত। অনেক বড় বড় ডিপার্টমেন্টাল ষ্টোর মার্চেন্ট কিটস ব্যাবহার করতে চায় না। তাছাড়া এই এ টি এম বুথ এর জন্যে প্রায় বড় বড় সব মার্কেটের সামনের দোকানগুলি ব্যাংক গুল ব্লক করে দিয়ে সাধারন ব্যাবসায়ীদের ব্যাবসায় ব্যাঘাত ঘটাচ্ছে। অনেকটা ঐ টেলিফোন কোম্পানীর অপারেটরের মতো। এক সময় অপারেটরের জন্য দোকান ভালো পজিসনের প্রায় সব দোকান ঘর গুলি টেলিফোন অপারেটররা নিয়ে রেখেছে।

এখন শুরু হয়েছে এ টি এম বুথ বানানো। মানে কালো টাকা বাঁচানোর ব্যাবসা। যে কোন অংকের কেনাকাটা মার্চেন্ট কিটস এ ব্যাবহার বাধ্যতামুলক করা দরকার। কারন আপনি কত টাকা কিনলেন । সেটা বড় বিবেচ্য নয় ।

কেনাকাটাই বড় কথা। কিন্তু আমরা দেখতে পাই ১০০০ একহাজার টাকার কম টাকা কোন ডিপার্টমেন্টাল ষ্টোর মার্চেন্ট কিটস এ ব্যাবহার না করে কেশ দাবী করে। কেশ না থাকলেও অনেকে লজ্জায় পড়ে এটি এম বুথ থেকে তুলে আনেন। অনেক ডিপার্টমেন্টাল ষ্টোর প্রথম বলে যে কার্ড চলে। কেনা কাটা কম হলে বলে মেশিন নষ্ট।

এ টি এম বুথ বানানোর প্রতিযোগিতা বন্ধ করা হোক। কালো টাকা সাদা করার প্রতিযোগিতা বন্ধ করা হোক। সব দোকানে সব অংকের মেশিন চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।