শেখ হাসিনার পক্ষ থেকে-
=> মোট ১১ কার্টুন ইলিশ মাছ
=> জামদানী শাড়ি
=> পেইন্টিংস
=> বিভিন্ন ধরনের বই
=> সিরামিকসের তৈরি তৈজসপত্র
=> বিভিন্ন ধরনের মুল্যবান শো-পিস
=> নকশী কাথা
মোট ১০৬ জনকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সামগ্রী দেয়া হয়।
সফরে না আসা মমতার জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ মাছ-জামদানী শাড়িসহ একটি আলাদা কার্টুন পাঠিয়েছেন। যতই দাও ব্যাথা তুমি মমতা তারপরেও তুমি যে আমার। এছাড়া সফরে না আসা শেখ হাসিনার দাদা ভারতের অর্থমন্ত্রী প্রনব মুখার্জীর জন্যও পাঠানো হয়েছে গিফট সামগ্রীর বিশেষ একটি প্যাকেট।
অন্যদিকে সফরের অন্যতম আকর্ষন দিপু মণি ম্যাডাম সবাইকেতো গিফট দিয়েছেন তার সাথে ভারত থেকে আসা সব সাংবাদিককেও দিয়েছেন বিশেষ গিফট।
আশা করি গিফট পেয়ে ভারতীয় সাংবাদিকগন দিপু আপার কথা ভাল করে লিখবেন।
এছাড়া আমাদের মহামান্য রাষ্ট্রপতিও উপহার দেয়া থেকে বিরত থাকতে পারেন নি। তিনি মিঃ মনমোহন সিংকে একটি পেইন্টিংস এবং তার ওয়াইফ গরুচরনের জন্য একটি জামদানী শাড়ি উপহার করেন।
তাই বলা যায় ভারতের প্রাপ্তি অনেক হল। ইলিশ ভাজা করে খেয়ে দাদারা আরো হৃষ্টপুষ্ট হয়ে সীমান্তে বাংলাদেশের মানুষের রক্ত দীয়ে পুজো দিবে, ইলিশের বংশ নির্বংশ করতে নদীতে দেয়া হবে বাধ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।