আমরা দেশ স্বাধীন করেছি ১৯৭১ সালে । আমরা বিশ্বকে জানান দেই আমরা বীরের জাতি। কিন্তু আমরা ক্যামেরার লেন্স একেবারে মুখের কাছে ধরায় বিড়াল থেকে বাঘ হয়ে গেছি। আর এ কাজটি সুচারু ভাবে করছেন আমাদের তথাকথিত নেতারা। আজ আমরা বলি ভারত যদি সাহায্য না করতো তাহলে নাকি বাংলাদেশ স্বাধীন হতো না!!! তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই একটা কথা মনে রাখবেন স্বাধীনতা হচ্ছে মানুষের মনের চুড়ান্ত ক্ষোভের বহিঃপ্রকাশ।
তবে সঠিক নেতৃত্ব দরকার । যেমনি ভাবে আগুন নিয়ন্ত্রনে রাখলে তা থেকে আমরা উপকৃত হতে পারি। কিন্তু নিয়ন্ত্রনহীন হলে তা সব কিছু জ্বালিয়ে দেয়।
মানুষের আন্দোলনের মুখে কোন অত্যাচারী শাসক ই টিকে থাকতে পারে না। বর্তমান লিবিয়া এর আদর্শ প্রমান।
ন্যাটো জোট লিবিয়াবাসীদের সহায়তা না করলেও তারা গনতন্ত্র ফিরে পেত তবে তা একটু ধীরে হত। আর এখন ন্যাটোর সাহায্য নিয়ে নয়া গোলামীর জিঞ্জির পরতে চলেছে।
আমাদের মনে রাখা উচিত কেউ তার স্বার্থ ছাড়া তাদের অর্থ ব্যয় করতে চায় না।
বাহিরের কোন সাহায্য না পেলেও আমরা স্বাধীন হতাম। কিন্তু সময় নিত।
আর আজ সাহায্য নিয়ে চীর গোলামীর হাতে বন্দী হলাম। স্বাধীনতার সময় পাক বাহীনির কামান আজ ভারত আমাদের উপহার দিচ্ছে। আমরা তা হাসি মুখে গ্রহন করছি। আজ দেশের মাটি ব্যবহার করে বিদেশি শক্তি ফ্রি ট্রানজিট উপভোগ করছে। আর তাদের চলাচলের ক্ষতিগুলো স্বীকার করতে হচ্ছে আমাদের।
এই আমাদের স্বার্বভৌমত্ব। বাংলাদেশের মধ্যাকার করিডোর ভারত ২৪ ঘন্টা খোলা রাখার অনুমতি দিচ্ছে আর তা নিয়ে আমরা আনন্দ করছি আর মিষ্টি বিতরন করছি । এই না হলে বীরের জাতি। ধিক্ এ জাতিকে যে জাতি তার নিজের ভালো নিজে বুঝে না। পরের মুখে শেখা বুলি নিজের মত কেন বলিস ভাই? যদি এ কথা বলায় অত্যাচার সহ্য করতে হয় করবো তবু জাতির বিবেক ফিরে আসুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।