আমাদের কথা খুঁজে নিন

   

কি চমৎকার দেখা গেল.........

আপনি যদি জীবনে ক্যারিয়ার চান তবে লম্বা করে নি:শ্বাষও নেবেন না, কেননা তাতেই আপনি অন্যর চেয়ে পিছিয়ে পড়বেন। হ্যাঁ........অবশেষে কাউকে বিদ্রুপ করার ফল হাতে নাতে পেল ভারতীয় ক্রিকেট দল। তাও আবার ইংল্যান্ডের মাটিতে থাকাকালীন অবস্থায় । আমি নিজে একজন শচীন এর পুরনো ভক্ত। কিন্তু নিজের কাছে নিজের দেশ বড় তাই বলতে মোটেই বাধছে না।

ইংল্যান্ডের নাসির হুসেন ভারত দলের দু-একজন প্লেয়ারকে গাধার সাথে তুলনা করেছেন। উনার দেয়া মন্তব্যটি নাকি বিশ্বমিডিয়া ও ভারতে তুফান তুলেছে। অনেকেই নাকি বলছেন নাসির হুসেনকে ক্ষমা চাইতে। কিন্তু আমি একজন বাংলাদেশী হিসেবে বলছি নাসির হুসেন খু-উ-ব দারুন এবং কার্যকরী কথা বলেছেন। কেননা ভারতের তথাকথিত ক্রিকেটার নামধারী নভজিত সিং সিধু যখন বাংলাদেশী ক্রিকেট নিয়ে একের পর এক বাজে কথা বলেছিলেন তখন কোথায় ছিল এই বিশ্ব মিডিয়া।

টুইটারে অমিতাভ বচ্চন এই সম্পর্কে এক টুইটে এই মন্তব্যর প্রতিবাদ করেছেন। আমি নিজেও টুইটারে অমিতাভের একজন ফলোয়ার কিন্তু আমি কটাক্ষ করতে বিন্দুমাত্র দেরী করিনি। আমি এক টুইটে রিপ্লাই করে তার ওয়ালে তাকে জানিয়ে দিয়েছি যে নাসির হুসেন কিভাবে কাজটা ঠিক করেছেন। আর একটা কথা ইন্টারনেট কাভারেজ ও মিডিয়ায় ভারতীয়দের বাড়াবাড়ির দিন শেষ হয়ে আসছে। বাংলাদেশেও এখন বিশ্বমানের ব্লগার,হ্যাকার,ওয়েব এন্ড এস.ই.ও এনালাইজার আছেন।

আমাদেরও সার্চ ইঞ্জিন এ ফার্স্ট পেইজ প্রাইওরিটি আছে এবং প্রতি মিনিটে মিনিটে আমাদের আর্টিকেল সার্চ ইঞ্জিনে চলে যায়। সুতরাং ভারতীয়রা , এবার রিপ্লেস হবার জন্য তৈরি হন এবং নিজেদের স্বার্থেই আনাপ-সানাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। ধন্যবাদ....... M.R.MASUM web & SEO analyser,freelancer article writer ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।