দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। ব্রুস লী নিজে করেছেন অনেকগুলো মুভি। তার বেশ কিছু মুভি রিমেকও করা হয়েছে বিভিন্ন সময়।
তাকে এবং তার জীবন কে ধরে মুভি করাও হয়েছে বেশ কয়েকটা। তবে তার মধ্যে সম্প্রতি গতবছর ২০১০ সালে মুক্তি পাওয়া মুভি, "ব্রুস লী, মাই ব্রাদার" মুভিটা অন্য মুভিগুলোর তুলনায় বোদ্ধাদের কাছে গুরুত্ব পেয়েছে অনেক বেশি।
এই মুভিটার কাহিনী শুরু হয়েছে তার জন্ম ১৯৪০ সাল থেকে। তার পরিবার, পরিবারের সাথে তার সম্পর্ক, বিভিন্ন ঘটনায় তার পারবারের ভুমিকা এবং তার পরিবারের বিভিন্ন সদস্যদের নান রকম ঘটনা উঠে এসেছে এই মুভিটাতে।
একটা মজার ঘটনা হল, তার জন্ম হয় সান ফ্রানসিসকোতে, যখন তার কৌতুক অভিনেতা বাবা শো করছিলেন আমেরিকায়। জন্ম হল তার, আমেরিকান নার্স জানতে চাইলো তাদের কাছে কি হবে তার নাম, বার্থ রেজিস্ট্রশেন এর জন্য লাগবে। প্রায় অজ্ঞান মা বলে " পুশ"।
নার্স শুনলো ব্রুস, তার সাথে পরিবারের টাইটেল জুড়ে দিয়ে তার অফিশিয়াল নাম হল ব্রুস লী।
বাবা অভিনয়ের সাথে যুক্ত থাকায় চার বছর বয়সেই তার কাছে প্রস্তাব আসে অভিনয়ে নামবার। এরপর থেকে সে করতে থাকে একর পর এক শিশু চরিত্রে অভিনয়।
কিভাবে সে ব্রস লী, বিখ্যাত মার্শাল আর্টিস্ট মুভি স্টার হল, তা এই মুভিতে দেখানো হয়নি। কারনটা বোধহয়, তাকে নি্য়ে করা প্রত্যেক মুভিতেই এই একই ঘটনা তুলে ধরার চেষ্টা হয়েছে।
এই মুভিতে ব্রুস এর শেশব, কৈশর এবং তরুন জীবন দেখানো হয়েছে। কোন ঘটনা প্রবাহ তাকে হংকং ও পরিবারের নিরাপদ জীবন ছেড়ে সম্পুর্ন একা একা ১০২ ডলার সম্বল করে আমেরিকায় যেতে বাধ্য করেছে, এটার মধ্য দিয়ে শেষ হয় মুভিটা।
ব্রুস লী এর চরিত্রে যে অভিনেতা অভিনয় করেছেন, সে দেখতে শুনতে অনেকটাই তার মত। সে কারনে মুভিটা দেখে মজা লেগেছে। এর পাশাপাশি ধারাবাহিকভাবে চমৎকারভাবে উঠে এসেছে তার পরিবার এর জীবন, তার নিজস্বতা।
আমি একটা ব্লগ টাইপ সাইট ডেভলপ করছি। পাবলিক ব্লগ না, ব্যক্তিগত ব্লগ। সেখানে নিয়মিত মুভি রিভিউ, ই রিভিউ, পিসি গেম রিভিউ সহ টুকটাক লেখারিখি পাবলিশ করি আমি। একবার দেখবেন নাকি?
আমার সাইটটার একটা ফেবু পেজও আছে। সাইটটি ভাল লাগলে, এবং প্রতিদিন নিয়মিত পোস্ট আপডেট পেতে আগ্রহ বোধ করলে একটা লাইক দিন প্লিজ
ডাউনলোড লিংক
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।