'বাস্তবতা' বিষয়ে পি.এইচ.ডি করতে চাই... কিছু মন ছোঁয়া গল্প লিখতে ইচ্ছে হচ্ছে সেখানে থাকবে ভোরের স্নিগ্ধতায় তোমার গালে আরক্তিম আভা সেখানে থাকবে তোমায় সারারাত্রি ভেবে চলার ক্লান্তি সেখানে থাকবে আমার চোখের স্বচ্ছতায় তোমার ঈষত্ হাতছানি সেখানে থাকবে দুটি কচিপাতা আর একটা গোলাপ আর কিছু কাঁটা সেখানে থাকবে আমার বালুচরে তোমার পদাঙ্ক সেখানে থাকবে একটা পাতাবাহারের কোলজুড়ে ভালবাসার স্পষ্ট চিহ্ন সেখানে থাকবে এক বেপরোয়া প্রেমিককাব্য আর একটা লাজুক মেয়ের হাসির শব্দ । সেখানে থাকবে গোলমেলে শহরের কোলাহল আর সবুজ গ্রামীণ অন্ধত্ব । সেখানে থাকবে একটা খুলে রাখা চশমা আর একটা গ্লাসে মায়ের ভর্তি করে রাখা আদর সেখানে থাকবে ডবল করা দুটো গরম বালিশ আর দুটো নির্ঘুম চোখে স্বপ্নের আত্নকাহন । সেখানে থাকবে সাজিয়ে রাখা কিছু ফুলে নববধূর রঙিন অশ্রু সেখানে থাকবে বিবেকের কাছে জিম্মি হয়ে থাকা কিছু অতৃপ্তি । সেখানে থাকবে ডায়াল ক্লকের সময় ভেঙে এগিয়ে চলা সেখানে থাকবে কিছু ব্যর্থতা তার মাঝে কিছু সাফল্যের মাথা চাড়া দেওয়া গর্ব । সেখানে থাকবে তোমার দেহে আমার আত্নার গোপন অনুসন্ধান । সেখানে থাকবে কোটি মাইল দূর হতে আসা ক্লান্ত আলোর তেজস্বীতা সেখানে থাকবে ছেলের বিদায়ে মায়ের হাতের পিঠের স্বাদ আলতো বকুনি মাঝে লুকানো অভিমান । সেখানে থাকবে কন্ঠনালীতে অজানা কষ্টের চাপ আর কিছু অপ্রকাশিত কথার কান্না ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।