আমাদের কথা খুঁজে নিন

   

রথযাত্রার কারণে জামায়াতের হরতাল শিথিল

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত হরতাল পালন করা হবে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রথযাত্রার সুবিধায় আজকের হরতাল কর্মসূচি শিথিল করার জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজ বিকেল ৪টা পর্যন্ত হরতাল পালনের সিদ্ধান্ত হয়েছে।” যুদ্ধাপরাধের দায়ে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকে জামায়াত। ট্রাইব্যুনালের রায় ঘিরে আগের তিন দিনও হরতাল করে তারা। অবশ্য রাজধানীতে বৃহস্পতিবার হরতালের তেমন কোনো প্রভাব চোখে পড়েনি। যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।