আমি সবার সাথে আছি .............
হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা। আগামী ২৪ জুন প্রথম রথযাত্রা এবং ২ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। ভগমান শ্রী কৃষ্ণের অপর নাম শ্রী শ্রীগন্নাথ ও শ্রী শ্রী গোপীনার্থ। কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলায় ভোগবেতাল গ্রামে অবস্থিত জেলার অন্যতম প্রতœসম্পদ ঈশাখাঁ ও রাজা নবরঙ্গের ঐতিহাসিক হিন্দু ধর্মীয় তীর্থ স্থান শ্রী শ্রী গোপানীর মন্দির। ষোড়শ শতাব্দির প্রথমার্ধে সমস্ত রাজা নবরঙ্গ রায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা।
রাজার স্বপ্নাদৃষ্ট হয়ে কোটামন দিঘী ও বাউল সাগর নামে নদীর তীর হতে কৃষ্ণবর্ণের দুটি নিম কাঠের খন্ড দিয়ে গোপানীথ বরলাম ও শুভদ্রায় মুর্তি তৈরী করে মন্দিরের স্থাপন করে। কিন্তুু এর সংস্কার করেন ঈশাখাঁ এই জায়গাটির নাম ভোগ বেতাল। নামটির জন্নদাতা ইশাখাঁ এই নিয়ে এলাকায় এখনো একটি কিংবদন্তী আছে। ঈশাখাঁ তার সৈন্যদের নিয়ে পথ দিয়ে এগার সিন্দুর দুর্গ থেকে যাচ্ছিলেন তখন মন্দিরে ভোগ রান্না হচ্ছিল। এর গন্ধে ইশাখাঁ গতিরোধ করেন।
সেই থেকে এই অঞ্চলের নাম ভোগ বেতাল। ইশাখাঁ এই মন্দিরের সংস্কার করেছেন এবং বহু জায়গায় দান করেছেন। তামার পাত্রে লিখে একটা ঝরাজীর্ণ ব্রিজ এই মন্দিরের কাছে পানাম নগরীর নকশায় নির্মিত। এখানে প্রতিবৎসর রথযাত্রাম বাষিক উৎসব দোল পূর্ণিমা রথযাত্রা, জন্মষ্টমী, শিব রাত্রী, ঝুলনযাত্রা, বাসন্তিপূজাসহ নিত্য পূজা পার্বন হয়ে আসছে। গোপীনাথ মন্দিরে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা।
১৫৮৫ ইং সালে সমস্ত রাজা নবরঙ্গ য়ার এই মন্দিরে প্রথ................
সম্পাদক
০১৭১১৬৬৩৩২৮
http://www.narsund.cjb.net
http://www.narsunda.co.cc/
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।