ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না।
বহুদিন ধরেই সামুতে ব্লগ পড়ি, কিন্তু ব্লগ লেখি না। কিন্ত এই বাংলা ব্লগ গুলোতে নানা রকম তথ্য ভান্ডার আমাকে নানা রকম সহায়তা করেছে। আজও করছে..।
আমি একজন প্রোগ্রামার হতে চাই, বিভিন্ন টিউটোরিয়াল যেমন লিন্ডা, ভিটিএস প্রচুর ডাউনলোড করেছি, কিছু শিখতে পেরেছি কিছু পারি নি।
যাইহোক, আমার মনে হয় প্র্যাক্টিকাল কাজ শিখলে হয়তো আমার এই প্রোগ্রামার হওয়ার স্বপ্ন আরো এগিয়ে যাবে। কেউ কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন?
আরেকটা কথা, যারা প্রোগ্রামিং এর বস তারা অনেকেই বলেন, এই সেক্টরটাতে মোটামুটি সহজেই শিক্ষা লাভ করা যায়।
ভাইয়েরে আমাকের কোন সহজ বইএর লিংক দিবেন যেখান থেকে আমি ল্যাম্প বেসড এপ্লিকেশন ডেভেল্পমেন্ট শিখতে পারব। এছাড়াও পিএইচপি মাইএসকিউএল এই সংক্রান্ত হেল্প করলে চির কৃতজ্ঞ থাকব।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ স্টুডেন্ট, তবুও আমি আমার ক্যারিয়ার প্রোগ্রমিং-এও করতে চাই। একসাথে দুইটা দিক আমার ক্যারিয়ারে একসাথে যোগ করতে চাইলে আমি কী বিপদে পড়ব?
অভিজ্ঞদের মতামত আশা করছি
বহুদিন ধরেই সামুতে ব্লগ পড়ি, কিন্তু ব্লগ লেখি না। কিন্ত এই বাংলা ব্লগ গুলোতে নানা রকম তথ্য ভান্ডার আমাকে নানা রকম সহায়তা করেছে। আজও করছে..।
আমি একজন প্রোগ্রামার হতে চাই, বিভিন্ন টিউটোরিয়াল যেমন লিন্ডা, ভিটিএস প্রচুর ডাউনলোড করেছি, কিছু শিখতে পেরেছি কিছু পারি নি।
যাইহোক, আমার মনে হয় প্র্যাক্টিকাল কাজ শিখলে হয়তো আমার এই প্রোগ্রামার হওয়ার স্বপ্ন আরো এগিয়ে যাবে। কেউ কি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন?
আরেকটা কথা, যারা প্রোগ্রামিং এর বস তারা অনেকেই বলেন, এই সেক্টরটাতে মোটামুটি সহজেই শিক্ষা লাভ করা যায়।
ভাইয়েরে আমাকের কোন সহজ বইএর লিংক দিবেন যেখান থেকে আমি ল্যাম্প বেসড এপ্লিকেশন ডেভেল্পমেন্ট শিখতে পারব। এছাড়াও পিএইচপি মাইএসকিউএল এই সংক্রান্ত হেল্প করলে চির কৃতজ্ঞ থাকব।
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ স্টুডেন্ট, তবুও আমি আমার ক্যারিয়ার প্রোগ্রমিং-এও করতে চাই।
একসাথে দুইটা দিক আমার ক্যারিয়ারে একসাথে যোগ করতে চাইলে আমি কী বিপদে পড়ব?
অভিজ্ঞদের মতামত আশা করছি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।