গনতন্ত্রের শুদ্ধতা চাই
ঢাকা শহরের রাস্তায় চলাচলের সময় তরুনী গন কে দেখলে প্রায়শ ই আমার রুদ্র মহম্মদ শহিদুল্লাহ এর একটা কবিতা মনে পড়ে। কবিতা টার সাথে বিষয়বস্তুর
এত মিল যে আমি অভিভুত হয়ে যাই। কবিতা টা নিচে দিয়ে দিলাম-
আবরনে অর্ধেক
- রুদ্র মহম্মদ শহিদুল্লাহ
অর্ধেক খানি রেখেছ খুলে বাকি অর্ধেক ঢাকা।
একখানা দোলে উথাল পাথাল
আরখানা খুব গভীর শীতল,
একখানা আছে একদিক থেকে ফাঁকা।
অর্ধেক তার যেখানে বিছাও সেইখানে জাগে ঘুম,
বাকি অর্ধেক মেলে ফেল্লেই যৌবন খোলে চোখ।
অর্ধেক দোলে উথাল পাথাল
বাকি অর্ধেক মেঘলা শীতল,
একখানা থাকে সমস্তখন বিপরীত দিকে মুখ।
অর্ধেক খানি রেখেছো খুলে বাকি অর্ধেক ঢাকা
তোমার দুদিকে সবকিছু আছে, আমার দুদিক ই ফাঁকা।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।