আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের আগাম টিকিট ২৬ জুলাই থেকে

বৃহস্পতিবার রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. তাফাজ্জল হোসেন জানিয়েছেন, এ সময়ের মধ্যে ৪ থেকে ৮ অগাস্টের অগ্রিম টিকিট বিক্রি হবে।
২৬ জুলাই ৪ অগাস্টের, ২৭ জুলাই ৫ অগাস্টের, ২৮ জুলাই ৬ অগাস্টের, ২৯ জুলাই ৭ অগাস্টের এবং ৩০ জুলাই ৮ অগাস্টের টিকিট বিক্রি করা হবে।
জিএম তাফাজ্জল হোসেন জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রেল স্টেশন কাউন্টার থেকে এসব আগাম টিকিট কাটা যাবে। ঈদের পরের টিকিটও নির্ধারিত তারিখের দশ দিন আগে থেকেই কাউন্টারে পাওয়া যাবে বলেও জানান তিনি।
এ প্রক্রিয়ায় শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে এবং প্রতিজন চারটি করে টিকিট কিনতে পারবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।