আমাদের কথা খুঁজে নিন

   

ট্রেনের সময়সূচি

‘ইস্টিশনের রেলগাড়িটা মাইনা চলে ঘড়ির কাঁটা। ’— গানের কথার মতো বাংলাদেশ রেলওয়ে মাঝেমধ্যে সময়মতো ট্রেন ছাড়তে না পারলেও তাদের রয়েছে নির্দিষ্ট সময়সূচি। ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে ট্রেন ছেড়ে যাওয়ার সময়গুলোই উল্লেখ করা হল।
ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেনের সময়সূচী
৭০৪ মহানগর প্রভাতী
ঢাকা থেকে ছাড়ার সময়: ৭.৪০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ৮.০৭ মি.।

ভৈরব- ৯.৩৫মি। বি.বাড়ীয়া- ১০.০২মি। আখাউড়া- ১০.৩৯ মি.। কুমিল্লা- ১১.৩২। ফেনী- ১.০১ মি।

চট্টগ্রাম- ৩.১৫মি।    
৭০২ সুবর্ণ এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ১৫.০০মি।
পৌঁছানর সময়: ঢাকা বিমান বন্দর- ১৫.২৭মি। চট্টগ্রাম- ২১.৪৫ মি।   
৭৪২ তুর্ণা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ২৩.৩০মি।


পৌঁছানর সময়: বিমান বন্দর-২৩.৫৭মি। ভৈরব বাজার- ১.২৪মি। বি. বাড়ীয়া-  ১.৫১মি। আখাউড়া- ২.২৫মি। কুমিল্লা- ৩.৩৫মি.।

লাকসাম- ৪.১১মি। ফেনী- ৫.০৫ মি। চট্টগ্রাম- ৭.১০মি।
ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেনের সময়সূচী
৭০৭ তিস্তা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ৭.২০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর ৭.৪৭মি.।

জয়দেবপুর ৮.২০মি.। গফরগাও- ৯.২৮ মি.। ময়মনসিংহ- ১০.২৫মি.। জামালপুর- ১১.৩৭মি.। মেলান্দহবাজার- ১২.০৩মি.।

ইসলামপুর- ১২.২৮মি.। দেওয়ানগঞ্জ- ১২.৫৫মি.। বাহাদুরাবাদ---
৭৩৫ অগ্নিবীণা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ৯.৪০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ১০.০৭মি.। গফরগাও- ১১.৫২মি.।

ময়মনসিংহ- ১২.৩৭মি.। জামালপুর- ১৩.৫২মি.। সরিষাবাড়ি- ১৪.৩৩মি.। তারাকান্দি- ১৫.২০মি.।
৭৪৫ যমুনা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ১৬.৪০মি.।


পৌঁছানর সময়: বিমান বন্দর- ১৭.০৭মি.। জয়দেবপুর- ১৭.৫২মি.। গফরগাও- ১৯.০১মি.। ময়মনসিংহ- ২০.০০মি.। জামালপুর- ২১.৫০মি.।

সরিষাবাড়ি- ২২.৩৫মি.। তারাকান্দি- ২৩.০০মি.। ভুয়াপুর- ২৩.৪৫মি.। বঙ্গবন্ধু সেতু পূর্ব- ০০.১০মি.।   
৭৪৩ ব্রহ্মপুত্র এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ১৮.০০ মি.।


পৌঁছানর সময়: বিমান বন্দর- ১৮.২৭মি.। জয়দেবপুর- ১৮.৮৭মি.। গফরগাও- ২০.২৫মি.। ময়মনসিংহ- ২১.২০মি.। পিয়ারপুর- ২২.১০মি.।

নান্দিনা- ২২.৩৮মি.। জামালপুর- ২৩.০০মি.। মেলান্দহবাজার- ২৩.২৫মি.। ইসলামপুরবাজার- ২৩.৪৭মি.। দেওয়ানগঞ্জ ০০.১০মি.।


৭৭৭ হাওড় এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ২৩.৫০মি.
পৌঁছানর সময়: বিমান বন্দর- ০০.১৭মি.। জয়দেবপুর- ০০.৪৭মি.। গফরগাও- ০১.৫৭মি.। ময়মনসিংহ- ০৩.০০মি.। গৌঃময়মনসিংহ- ০৩.৫০মি.।

শ্যামগঞ্জ- ০৪.০৮মি.। নেত্রকোনা- ০৪.৩৫মি.। বারহাট্টা- ০৫.১৩মি.। মোহনগঞ্জ- ০৬.১০মি.।
ঢাকা হতে নোয়াখালীগামী                                           
৭১২ উপকূল এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ১৬.২০মি.।


পৌঁছানর সময়: বিমান বন্দর- ১৬.৪৭মি.। আশুগঞ্জ- ১৮.১২মি.। বিঃবাড়িয়া- ১৮.৩২মি.। আখাউড়া- ১৯.০৫মি.। কসবা- ১৯.৩৪মি.।

কুমিল্লা- ২০.১২মি.। লাকসাম- ২০.৪৭মি.। নাথেরপেটুয়া- ২১.১৫মি। সোনাইমুড়ি- ২১.২৮.। বজরা- ২১.৪০মি.।

চৌমুহনি- ২১.৫০মি। মাইজদীকোট- ২২.০৭। নোয়াখালী- ২২.৩৫মি.।
ঢাকা হতে সিলেটগামী ট্রেনের সময়সূচী
৭০৯ পারাবত এক্সপ্রেস           
ঢাকা থেকে ছাড়ার সময়: ৬.৪০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ৭.০৭মি.।

ভৈরববাজার- ৮.৩৩মি.। বিঃবাড়ীয়া- ০৯.০০মি.। আজমপুর- ৯.২৮মি.। নয়াপাড়া- ১০.১৩মি.। শায়েস্তাগঞ্জ- ১০.৩৫মি.।

শ্রীমঙ্গল- ১১.১৭মি.। ভানুগাছ- ১১.৩৯মি.। কুলাউড়া- ১২.১১মি.। মাইজগাও- ১২.৪১মি.। সিলেট- ১৩.৩৫মি.।


৭১৭ জয়ন্তিকা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময়: ১২.০০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ১২.২৭মি.। আশুগঞ্জ- ১৪.৩৩মি.। বিঃবাড়ীয়া- ১৪.৫৪মি.। আজমপুর- ১৫.২২মি.।

মুকন্দপুর- ১৫.৩৭মি.।   হরষপুর- ১৫.৪৯মি.। মনতলা- ১৬.০১মি.। নয়াপারা- ১৬.১৮মি.। শাহাজীবাজার- ১৬.৩২মি.।

শায়েস্তাগঞ্জ- ১৬.৪৫মি.। শ্রীমঙ্গল- ১৭.৩০মি.। ভানুগাছ- ১৭.৫২.। কুলাউড়া- ১৮.২৪মি.। মাইজগাও- ১৮.৫৫মি.।

সিলেট- ১৯.৫০মি.।
ঢাকা হতে রাজশাহীগামী ট্রেনের সময়সূচী
৭৬৯ ধুমকেতু এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময় : ০৬.০০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ০৬.২৭মি.। জয়দেবপুর- ০৬.৫৮মি.। টাঙ্গাইল- ০৭.৫৭মি.।

বঙ্গবন্ধু সেতু পূর্ব- ০৮.২০মি.। শ.এম.ম. আলী- ০৮.৫৭মি.। জামতৈল- ০৯.০৮। উল্লাপাড়া- ০৯.২২মি.। বড়ালব্রিজ- ৯.৪৯মি.।

চাটমোহর- ১০.০৪মি.। ঈশ্বরদী বাইপাস- ১০.৩৪মি.। আব্দুলপুর- ১০.৫২মি.। আড়ানি- ১১.০৮মি.। রাজশাহী- ১১.৫০মি.।


৭৫৯ পদ্মা এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময় : ২৩.১০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ২৩.৩৭মি.। জয়বেবপুর- ০০.০৫মি.। টাইঙ্গাইল- ০১.০৪ মি.। বঙ্গবন্ধুসেতু পূর্ব- ০১.২৬মি.।

শ.এম.ম আলী- ০২.০৩মি.। উল্লাপাড়া- ০২.২৩মি.। চাটমোহর- ০৩.০৬মি.। ঈশ্বরদি বাইপাস- ০৩.৩০মি.। আব্দুলপুর- ৩.৪৯মি.।

সরদহরোড- ৪.২০মি.। রাজশাহী- ৪.৫০মি.।
ঢাকা হতে খুলনাগামী ট্রেনের সময়সূচী
৭২৬ সুন্দরবন এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময় : ০৬.২০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ০৬.৪৭মি.। জয়দেবপুর- ০৭.২০মি.।

মৌচাক- ০৭.৪১মি.। মির্জাপুর- ০৮.০৫মি.। টাঙ্গাইল- ০৮.৩২মি.। বঙ্গবন্ধু সেতু পুর্ব- ০৮.৫৫মি.। শ.এম.ম.আলী- ০৯.৩৩মি.।

জামতৈল- ০৯.৪৫মি.। উল্লাপাড়া- ০৯.৫৯মি.। বড়ালব্রিজ- ১০.২১মি.।   চাটমোহর- ১০.৩৭মি.। ঈশ্বরদি বাইপাস- ১১.১০মি.।

ভেড়ামারা- ১১.৫৫মি.। পোড়াদহ- ১২.১৮মি.। আলমডাঙ্গা- ১২.৩৮মি.। চুয়াডাঙ্গা- ১২.৫৭মি.। দর্শনা- ১৩.২৪মি.।

কোটচাঁদপুর- ১৩.৫৩মি.। যশোর- ১৪.৪১মি.। নোয়াপাড়া- ১৫.১৫মি.। দৌলতপুর- ১৫.৪৯মি.। খুলনা- ১৬.২০মি.।


ঢাকা হতে রংপুর ও লালমনিরহাটগামী ট্রেনের সময়সূচী
৭৭১ রংপুর এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময় : ০৯.০০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ০৯.২৭মি.। বঙ্গবন্ধু সেতু পূর্ব- ১১.৩০মি.। চাটমোহর- ১২.৫৫মি.। নাটোর- ১৩.৫৫মি.।

সান্তাহার- ১৫.০০মি.।   বগুড়া- ১৫.৪২মি.। বোনারপাড়া- ১৬.২৬মি.। গাইবান্ধা- ১৬.৫৬মি.। বামনডাঙ্গা- ১৭.৩৩মি.।

পীরগাছা- ১৭.৫৪মি.। কাউনিয়া- ১৮.১৫মি.। রংপুর- ১৯.০০মি.।      
৭৫১ লালমনিরহাট এক্সপ্রেস
ঢাকা থেকে ছাড়ার সময় : ২২.১০মি.।
পৌঁছানর সময়: বিমান বন্দর- ২২.৩৭মি.।

জয়দেবপুর- ২৩.১০মি.। টাঙ্গাইল- ০০.১৭মি.। বঙ্গবন্ধু সেতু পূর্ব- ০০.৪০মি.। শ.এম.ম আলী- ০১.১৮মি.। উল্লাপাড়া- ০১.৪৮মি.।

বড়ালব্রিজ- ০২.১২মি.। আজিমনগর- ০৩.০৯মি.। নাটোর ০৩.৩৮মি.। সান্তাহার- ০৪.৩০মি.। বগুড়া- ০৫.১৫মি.।

সোনাতলা- ০৫.৪৬মি.। বোনারপাড়া- ০৬.০২মি.। গাইবান্ধা- ০৬.২৫মি.। বামনডাঙ্গা- ০৭.০৩মি.। পীরগাছা- ০৭.২৪মি.।

কাউনিয়া- ০৭.৪২মি.। লালমনিরহাট- ৮.২০মি.।
আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন তথ্যাবলী
ট্রেন চলাচলের দিন
বাংলাদেশ
ঢাকা ক্যান্টমেন্ট স্টেশন : শুক্রবার (বাংলাদেশি ব্রেক)। বুধবার (ভারতীয় ব্রেক)।
ভারত
কোলকাতা টার্মিনাল স্টেশন (চিতপুর) : শনিবার (বাংলাদেশি ব্রেক)।

মঙ্গলবার (ভারতীয় ব্রেক)।
ট্রেনের সময়সূচি
স্টেশনের নাম : ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কোলকাতা টার্মিনাল স্টেশন (চিতপুর)।
ছাড়ার সময়: ০৮:১০মি.(বিএসটি)। পৌঁছানর সময়: ১৮:১০মি. (আইএসটি)।
স্টেশনের নাম : কোলকাতা টার্মিনাল স্টেশন (চিতপুর) থেকে ঢাকা ক্যান্টনমেন্ট।


ছাড়ার সময়: ০৭:১০মি. (আইএসটি)। পৌঁছানর সময়: ১৮:০৫মি. (বিএসটি)
সময়সূচি পরিবর্তনীয়।
সূত্র : বাংলাদেশ রেলওয়ে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।