আমাদের কথা খুঁজে নিন

   

যন্ত্রই আঁকবে ট্যাটু

মানুষ নয়, যন্ত্রই আঁকবে কাক্সিক্ষত ট্যাটু। এ ফলে, খুব শীঘ্রই হয়তো বিশ্ববাসী দেখতে পারবে ডিজিটাল ট্যাটু আর্টিস্ট। সম্প্রতি সংবাদমাধ্যম ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, লিউক গেহরন নামের এক ব্যক্তি ট্যাটু আঁকতে পারবে এমন একটি যন্ত্র তৈরি করছেন।
গেহরন যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটির স্থাপত্যবিদ্যার ছাত্র। তিনি এমন একটি ট্যাটু আঁকিয়ে যন্ত্র তৈরি করছেন, যা স্বয়ংক্রিয়ভাবেই ট্যাটু আঁকতে পারবে।

মানুষের হাতে যাতে যন্ত্রটি ঠিকভাবে নকশা ফুটিয়ে তুলতে পারে সে জন্য গেহরন তৈরি করেছেন একটি থ্রিডি ম্যাপিং সফটওয়্যার। প্রোগ্রামটি যন্ত্রকে জানিয়ে দেবে, ঠিক কোন জায়গায় কেমন ট্যাটু আঁকতে হবে।
বর্তমানে গেহরন তার যন্ত্রটির উন্নয়নে কাজ করছেন। এ ছাড়াও তিনি যন্ত্রটির বিস্তারিত নির্মাণপ্রক্রিয়া নিয়মিত নিজস্ব ব্লগে লিখছেন।
গেহরান জানিয়েছেন, নির্মাণ সম্পন্ন হলে কম্পিউটারে দেওয়া ট্যাটুর নমুনা অনুসারে স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রটি ট্যাটু আঁকতে পারবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।