এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহিম এবার আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কিলিমানজারো অভিযানে যাচ্ছেন। আগামী ২ সেপ্টেম্বর তিনি রওয়ানা হবেন।
শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত 'সেভেন সামিট এক্সপিডিশন' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মুসা।
'সেভেন সামিট' বিষয়টি ব্যাখ্যা করে মুসা ইব্রাহিম বলেন, "এটি মূলত একটি ধারাবাহিক অভিযান কর্মসুচী। এ অভিযানের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর সাতটি মহাদেশের প্রত্যেকটির সর্বোচ্চ পর্বতশৃঙ্গের চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ানো।
এরই মধ্যে এভারেস্ট অভিযান শেষ হয়েছে। "
কিলিমানজারো অভিযানে মুসা ইব্রাহিমের অপর দুই সঙ্গী হলেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়াজ মোরশেদ পাটোয়ারী এবং এম এ সাত্তার।
মুসা ইব্রাহিমকে বাংলাদেশের পর্যটন দূত হিসেবে উল্লেখ করেন বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রী জি এম কাদের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। যেহেতু তাদের পরবর্তী মিশনে তারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যাবেন, তাই সেসব অঞ্চলের মানুষদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানোর কাজটি মুসা চমৎকারভাবে করতে পারবেন।
"
গত বছরের ২৩ মে আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম।
বাংলাদেশে প্রতিবছর চার লাখ বিদেশি পর্যটক আসে উল্লেখ করে মন্ত্রী কাদের জানান, পর্যটন মন্ত্রণালয়ের লক্ষ্য এই সংখ্যা দশ লাখে উন্নীত করা।
১৯ হাজার ৩২৪ ফুট উচ্চতার কিলিমানজারো অভিযান শেষে পর্যায়ক্রমে বাকি পাঁচটি পর্বত অভিযানে যাবেন বলে জানান মুসা।
অন্যগুলো হলো- দক্ষিণ আমেরিকা মহাদেশের অ্যাকংকাগুয়া (২২ হাজার ৮৩৫ ফুট), উত্তর আমেরিকার মাউন্ট ম্যাকিনলি (২০ হাজার ৩২০ ফুট), ইউরোপের মাউন্ট এলব্র"স (১৮ হাজার ৫১০ ফুট), অ্যান্টার্কটিকা বা দক্ষিণমেরুর মাউন্ট ভিনসন (১৬ হাজার ৬৭ ফুট ) এবং ওশনিয়ার কার্সটান্স পিরামিড (১৬ হাজার ২৩ ফুট)।
সম্মেলনে বক্তব্য রাখেন প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, সামিট গ্র"পের পরিচালক ফরিদ খান এবং জেএএন এসোসিয়েটস এর প্রধান নির্বাহী আব্দুল্লাহ এইচ কাফি।
সূত্র: Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।