কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। এ সপ্তাহে নতুন ৮টি ফিচার যোগ করেছে গুগল প্লাস----- ১) +1 বাটন এর নতুন ফিচার যা কোন লিঙ্ক থেকে ছবি এবং লেখার কিছু অংশ আলাদাভাবে কেটে নিয়ে সংরক্ষন করে রাখবে ফেইসবুকে লিঙ্ক শেয়ারিং এর মত। এছাড়াও প্লাস ওয়ান দেয়ার পর লিঙ্কটি গুগল প্লাস এর সার্কেল এর সাথে শেয়ার করবেন কিনা সেই অপশন ও রাখা হয়েছে ফলে এক ক্লিকেই আপনার পছন্দের লিঙ্ক শেয়ার করতে পারবেন গুগল প্লাসে। ২) এক পেইজেই দেখবেন আপনার ট্যাগ করা সব ছবি। ৩) কোন ছবির অ্যালবাম দেখার সময় অ্যালবামটি আর কার কার সাথে শেয়ার করা হয়েছে সেটি দেখতে পাবেন। ৪) অ্যান্ড্রয়েড গুগল প্লাস অ্যাপ্লিকেশন থেকে এখন যেকোন পোস্ট রিশেয়ার করা যাবে। ৫) আপনার ইনভাইটকৃত কেউ গুগল প্লাসে জয়েন করলে আপনি নোটিফিকেশন পাবেন। ৬) ইচ্ছা হলে কাউকে ইগনোর অথবা ব্লক করতে পারবেন ৭) কারা আপনাকে সার্কেলে অ্যাড করল অথবা আপনার সার্কেলের কারা আপনাকে তাদের সার্কেলে অ্যাড করলে সে ব্যাপারে আলাদা নোটিফিকেশন পাবেন। ৮) গুগল প্লাস এর একদম উপরের কালো বার টি এবার স্ক্রল করার সাথে সাথে নিচে নামবে অর্থাৎ বারটিকে সবসময়েই আপনার পেইজ এর উপরে দেখতে পাবেন। মূল আর্টিকেল এবং ভিডিও সূত্রঃ সুখবর২৪.কম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।