আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমার আগমনের হেতু

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! একসময় ছিল ব্লগের স্বর্ণ যুগ । কত শত ভাল ভাল ব্লগার রা লিখত! কিন্তু আজ? ব্লগের তেরটা বেজে গেছে। কোথায় সেই জাতিকে কাঁপানোর মত ব্লগার ? কেউ নাই কেউ নাই!!!!!!! আর ত বসে থাকা যায়না! ব্লগকে বাচাতে কোপা সামসুর মত এগিয়ে এলাম! আমার প্রতিটি লিখাই কনফিডেন্স সিমেন্ট দিয়ে তৈরি। এতএব মজবুত ,শক্তিশালি ,আরামদায়ক।

দূর্বার দুর্দমনীয় দুর্দান্ত আমার পোস্ট রক্ষা করবে ব্লগকে, নিশ্চিত করবে এর উজ্জ্বল ভবিষ্যৎ। এবার জানুন শ্রেষ্ঠ ব্লগার সম্পরকে। সকাল ঘুম থেকে উঠেই দু হাতে বাংলা সিনেমার নায়িকা আল্কিয়ে ব্যায়াম করি । ফলে আমার শরীর ভয়ানক পেশিবহুল, মারাত্মক বাইসেপ, দু হাতে ২টা মাইক্রো বাস বাজারের ব্যাগের মত বয়ে নিয়ে আস্তে পারি অনায়াসেই! ভাবছেন কি এমন খাই আমি? সকালে খাই ফকিরের মত, দুপুরে রাজপুত্রের মত আর রাতে রাজার মত। প্রিয় খাবার ছাগলের কলিজা,তেলা পকার সুপ", আর গিরগিটির দোপেয়াজা! বডি ত আর এমনি বানাইনাই! অবসরে টয়োটা মারুতি বিএমদাম্লিও গাড়ি আছাড় মেরে ভেংগে ফেলা আমার শখ।

প্রিয় ছবি-টরনেডো কামাল, কপা সামসু, প্রিয় কবি- নায়িকা মৌসুমি । অবাক হইয়েন না । বাংলাবাজারে উনার কবিতার বই আছে । পড়লেই বুঝবেন গুনির কদর করি না আমরা,কদর করি খালি ডার্লিঙের! যাক বহুত কথাই বললাম , যারা ব্লগে আসছেন তারা নিজের সম্পর্কে বলেন হাজিরা দিয়া যান না হইলে কিন্তু খবর আছে ! আমি কিছুদিনের মধ্যেই ব্লগে শুদ্ধি অভিযান শুরু করবো । খারাপ দুষ্টু শয়তান্দের অর্ধচন্দ্র দিয়ে বের করা হবে।

তাই যারা ভাল হন নাই ভালা হইয়া যান আগেভাগেই! সুনামি কখন আইয়া পরে ঠিক নাই! বুদ্ধিমানদের জন্য ইশারাই কাফি! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.