! তখন ক্লাস ফোর কি ফাইভে পড়ি। যুগটা ছিল অডিও ক্যাসেটের। বাসায় একগাদা অডিও ক্যাসেট। হেমন্ত, সাগর সেন, মান্না দে, ভূপেন হাজারিকা, লতা মুঙ্গেশকর, ABBA, Boney M - আরও ম্যালা শিল্পীর ক্যাসেটে ভর্তি। একদিন সেগুলা নাড়াচাড়া করতে গিয়ে একটা রেকর্ডেড ক্যাসেট চোখে পড়লো – ক্যাসেটের কভারে হাতে লেখা বেশ কয়েকটা গানের টাইটেল আর শিল্পীর নাম।
শিল্পীদের কাউকেই চিনি না। ক্যাসেট প্লেয়ারে ঢুকিয়ে চালায়ে দিলাম। একটার পর একটা গান বাজতেসে। গানের কথা কিছুই বুঝতেসি না, কিন্তু কয়েকটা গানের সুর ভালোই লাগতেসে। গানের অর্থ না বুঝেই এইভাবে গানগুলা অনেকদিন ধরে শুনে গেলাম।
ক্যাসেটটা কার, কোথা থেকে আসলো- কেউ বলতে পারে না। তারপর অনেকদিন আর মালিকবিহীন সেই ক্যাসেটের গানগুলা আর শোনা হয়নি। সেই ক্যাসেটটাও কোথায় হারায়ে গেছে, জানি না। গানগুলার কথাও ভুলে গেলাম।
সেদিন ইউটিউবে কী একটা গান খুঁজতে গিয়ে আর একটা গানের লিঙ্কে চোখ আটকায়ে গেল- Eye of the Tiger . গানটা দেখেই আবার সেই গানগুলার কথা মনে পড়লো।
অনেক ভেবে বাকী গানগুলার টাইটেল মনে করতে চেষ্টা করলাম (যদিও শেষ পর্যন্ত সবগুলার কথা মনে করতে পারি নাই)। একটার পর একটা নাম ধরে ধরে ইউটিউবে সার্চ দিতেই গানগুলা খুঁজে পেলাম। যে কয়েকটা খুঁজে পাওয়া গেসে, আপাতত তা-ই নিয়ে সেদিনের মত খোঁজ The Search মিশনের সমাপ্তি ঘোষণা করলাম। সেই আমলে গানগুলা শুধু শুনসি। আর এই আমলে সেগুলার মিউজিক ভিডিও দেখে হাসি পাইলো -স্পেশালি 'টারজান বয়' আর 'স্পিন মি রাউন্ড' গানের ভিডিও দেখে।
তাই ভাবলাম শেয়ার করি।
নতুন সংযোজন
বাকি গানগুলা খুঁজে পেলে এখানেই পরে আবার অ্যাড করে দিবো।
থ্যাঙ্কস টু আরণ্যক ভাইয়া , আরো দুইটা গান মনে করায়ে দেওয়ার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।