অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে…
পিচ্চিকালে সবাই কম বেশি "অবৈধ" কাজে লিপ্ত ছিলেন। এর মধ্যে লুকিয়ে টিভি দেখা অন্নতম! আমি আমার এই টিভি দেখার কিছু কৌশল কবার চাই!
পরীক্ষা টরিক্ষা সামনে আসলে টিভি দেখতে পারিবারিক বাধা থাকত, কিন্তু বাংলাদেশের খেলা হলে নিজেকে সামলানো অসম্ভব ছিল। তাই আমাকে স্বভাবতই তথাকথিত "অবৈধ" পন্থা অবলম্বন করতে হত, আর সেটা ছিল লুকায়া টিভি দেখা!
আগের বাসায় টিভি রুম থেকে আমার পড়ার রুমের দরজা সোজা দেখা যেত, তাই আমাকে ২ ভাবে খেলা দেখতে হত।
১ম ভাবে, দেয়ালের আড়ালে গিয়া শোকেজের গ্লাসের উপর টিভির রিফ্লেকসন দেইকা!
কিন্তু এইটাতে সমস্যা ছিল, আমার ভাই প্রায়ই বুইজ্জা যাইত। না বুজলেও চেক করতে আসলে ধরা পইরা যাইতাম।
তাই আমি ২য় পন্থায় আসি যা আজো কেও জানে না
প্রিজম সম্পর্কে পইরা মাথায় আইডিয়াটা আসল ! বাসায় একটা প্রিজম টাইপ Paperweight ছিল যা আলোরে পুরাই ৯০ কোনে ঘুরায়া দিত।
ওইটারে সোকেজের উপর একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কোনে বসায়া দিলেই হইত।
প্রিজমে ছোট্ট একটা টিভি দেখা যাইত। জায়গাটা ভালমত আঙ্গেলসহ মার্ক করে দিসিলাম।
আর আমি বিছানায় বই নিয়া শুইয়া শুইয়া Low Resolution এ খেলা দেখতাম।
বিষয়টা কেও জানতোনা।
যাই হোক, আজ বাসা চেঞ্জ, সোকেজটাও কোপাইয়া বার্নিশ করা হইসে, কিন্তু ওদিন দেখলাম ওই মার্কটা আজো মুছেনাই।
মানুষের কর্ম কখনো মুছে না। —
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।